পথ প্রশস্ত করে দিয়েছিলেন যশস্বী জসওয়াল। শেষে ঝড় তুলে থ্রিলিং ফিনিশ করলেন শিমরন হিটমায়ার। জনি বেয়ারিস্টো, জিতেশ শর্মাদের লড়াকু ইনিংসকে ব্যর্থ করে চলতি আইপিএলের সাত নম্বর জয়টি তুলে নিয়েছে সঞ্জু স্যামসনের দল। পাঞ্জাবের ৫ উইকেটের বিনিময়ে ১৮৯ রানের জবাবে ২ বল হাতে রেখে ৬ উইকেটে জয় অর্জন করেছে রাজস্থান রয়্যালস।
শনিবার ডবল হেডারের প্রথম ম্যাচে রাজস্থানের বিপক্ষে টেসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংস। প্রথম দফায় ব্যাট করতে নেমে ওপেনার শিখর ধাওয়ান ১৬ বলে মাত্র ১২ রান করে ফিরে যান। এরপর অবশ্য জনি বেয়ারিস্টো এবং ভানুকা রাজাপাক্ষা ঝড়ের গতিতে রান তুলতে থাকেন। পাঞ্জাব তাদের দ্বিতীয় উইকেট হারায় ৮৯ রানের মাথায়। ১৮ বলে ২৭ রান করে চাহালের বলে ক্লিন বোল্ড হয়ে ফিরে যান রাজাপাক্ষা।
পাঞ্জাব অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল (১৫) এদিনও সেই চাহালের শিকার হয়ে ফিরে গেলেন। এই নিয়ে দশ ইনিংসে চাহালের বিরুদ্ধে ছ'বার আউট হলেন তিনি। মায়াঙ্কে ফেরানোর ওভারেই দুরন্ত ছন্দে ব্যাট করতে থাকা জনি বেয়ারিস্টোকেও ফেরান চাহাল। ৪০ বলে ৫৬ রান করেন বেয়ারিস্টো। এরপর জিতেশ শর্মার ১৮ বলে অপরাজিত ৩৮ রানের মহামূল্যবান ইনিংস এবং লেইম লিভিংস্টোনের ১৪ বলে ২২ রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে পাঞ্জাব কিংস।
মায়াঙ্কদের বেঁধে দেওয়া ১৯০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে এদিন বিশেষ কোনো অসুবিধার মধ্যেই পড়তে হয়নি রাজস্থানকে। চলতি আইপিএলের এখনও পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক জস বাটলার এদিন ৩০ রান করে ফিরে গেলেও অপর ওপেনার যশস্বী জসওয়াল অনবদ্য পারফর্ম্যান্স দেখান। ৪১ বলে ৬৮ রান করেন তিনি। অধিনায়ক সঞ্জু স্যামসন ১২ বলে ২৩ রান করেন এবং দেবদূত পাড়িক্কেলের ব্যাটে আসে ৩২ বলে ৩১ রান। শেষে ১৬ বলে ৩১* রানের বিধ্বংসী এক ইনিংস খেলে দু'বল হাতে রেখেই রাজস্থানকে জয় এনে দেন শিমরন হিটমায়ার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন