IPL 2022: শ্রেয়স নাকি কামিন্স? কেকেআরের নতুন অধিনায়ক সম্পর্কে কি জানালেন বেঙ্কি মাইসোর!

প্রথম সেশনেই দিল্লি ছাড়া শ্রেয়সকে দলে টেনে নেয় কলকাতা নাইট রাইডার্স। সেইসঙ্গে প্রথম সেশনে কলকাতা দলে টানেন অ্যাশেজ জয়ী অজি অধিনায়ক প্যাট কামিন্সকেও।
কেকেআরের নতুন অধিনায়ক কে হবেন!
কেকেআরের নতুন অধিনায়ক কে হবেন!ছবি সংগৃহীত
Published on

মার্কি সেটের অংশ হয়ে নিলামে অংশ নিয়েছিলেন শ্রেয়স আইয়ার। তাই তাঁর পেছনে যে দল গুলো ছুটবে তা কার্যত নিশ্চিতই ছিলো। প্রথম সেশনেই দিল্লি ছাড়া শ্রেয়সকে দলে টেনে নেয় কলকাতা নাইট রাইডার্স। সেইসঙ্গে প্রথম সেশনে কলকাতা দলে টানেন অ্যাশেজ জয়ী অজি অধিনায়ক প্যাট কামিন্সকেও। দুই বড় তারকাকে দলে নেওয়ার পর প্রশ্ন ওঠে নাইটদের অধিনায়ক কে হবেন! শ্রেয়স আইয়ার নাকি প্যাট কামিন্স?

১২.২৫ কোটির বড় অঙ্ক খরচ করে শ্রেয়স আইয়ারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে কামিন্সকে গত মরশুমের প্রায় অর্ধেক দাম ৭.২৫ কোটিতেই পেয়ে যায় তারা। এই দুই ক্রিকেটারকে দলে নেওয়ার সাথে সাথেই গুঞ্জন শুরু হয় অধিনায়ক নিয়ে। এখনও নাইটদের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নাম ঘোষণা না করা হলেও অনুমান করা হচ্ছে এই দুই ক্রিকেটারের মধ্যে থেকেই একজন দায়িত্ব সামলাবেন।

জল্পনা লেগেই রয়েছে। তার মাঝেই কেকেআরের পরবর্তী অধিনায়ক সম্পর্কে মতামত জানালেন নাইটদের সিইও বেঙ্কি মাইসোর। কেকেআরের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক ভিডিয়োয় ভেঙ্কি জানান, "বিকল্প থাকা সবসময়ই ভাল ব্যাপার। আমাদের কাছে বেশ কয়েকটি বিকল্প রয়েছে। রিটেন হওয়া খেলোয়াড়দের ভুললেও চলবে না। ওরাও কিন্তু সকলেই সুযোগ পেতে অধিনায়কত্ব করতে আগ্রহী হবে। কামিন্স অস্ট্রেলিয়ার অধিনায়ক, শ্রেয়সের রেকর্ডও দারুণ। তবে সত্যি বলতে কোচ এবং ম্যানেজমেন্ট এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। নিলামের পর ওদের মতামতের জন্য অপেক্ষা করতে হবে। তার আগে আমি কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবো না।"

কেকেআরের নতুন অধিনায়ক কে হবেন!
IPL 2022: যুবরাজ সিংয়ের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে নিলামে দামের নজির গড়লেন ইশান কিষাণ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in