প্লে অফের দৌড়ে নিজেদের টিকিয়ে রাখতে মঙ্গলবার একানা স্টেডিয়ামে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়ান্টস। এই হাইভোল্টেজ ম্যাচের আগে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলো মুম্বই শিবিরে। লখনউ ম্যাচের আগে কুকুরের কামড় খেয়েছেন মুম্বইয়ের পেসার অর্জুন তেন্ডুলকর। শচীন পুত্র নিজেই সেকথা জানিয়েছেন।
লখনউ সুপার জায়ান্টসের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়। যেখানে যুধভীর অর্জুনকে জিজ্ঞেস করেন তিনি কেমন আছেন। উত্তরে অর্জুন জানান, একটি কুকুর তাকে কামড়েছে। তিনি তার বাম হাত, বোলিং হাতের দিকে ইশারা করেন।
পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নদের হয়ে চলতি বছরেই খেলার সুযোগ পান অর্জুন তেন্ডুলকর। মুম্বইয়ের হয়ে চার ম্যাচ খেলেছেন তিনি। এই চার ম্যাচে ৩০.৬৬ গড়ে ৯.৩৫ ইকোনমি রেটে ৩ টি উইকেট পেয়েছেন তিনি। এক ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন। ১৩ রান করেন তিনি।
চলতি আইপিএলে ১২ ম্যাচের ৭ টিতে জিতে প্লে অফের দৌড়ে নিজেদের টিকিয়ে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিতদের হাতে রয়েছে আর দুটি ম্যাচ। দুই ম্যাচের একটিতে জিতলে প্লে অফে পৌঁছাতে পারেন রোহিত শর্মারা।
অন্যদিকে লখনউ সুপার জায়ান্টস ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে। ক্রুনাল পান্ডিয়াদের জয়ের কোনো বিকল্প নেই। এক ম্যাচ জিতলেও তারা প্লে অফে পৌঁছাতে পারে। তবে সেক্ষেত্রে অন্যান্য দলের ফলাফলের ওপর নির্ভর করতে হবে তাদের।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন