IPL 2023: বেগুনি টুপির জন্য হাড্ডাহাড্ডি লড়াই - শীর্ষে সিরাজ, পিছিয়ে নেই রশিদ, আর্শদীপরাও

মহম্মদ সিরাজের পাশাপাশি ১৪ টি করে উইকেট নিয়েছেন রশিদ খান, আর্শদীপ সিং, তুষার দেশপান্ডেরাও। সিরাজের ইকোনমি রেট এই তিন ক্রিকেটারের থেকে কম হওয়ায় তাঁর মাথায় রয়েছে বেগুনি টুপি।
মহম্মদ সিরাজ, রশিদ খান, আর্শদীপ সিং
মহম্মদ সিরাজ, রশিদ খান, আর্শদীপ সিংফাইল চিত্র
Published on

জমে উঠেছে চলতি আইপিএলের আসর। টুর্নামেন্ট প্রায় মাঝপথে। এখন প্লে অফ নিশ্চিত করার জন্য যেমন হাড্ডাহাড্ডি লড়াই চলছে দল গুলির তেমনই জমে উঠেছে বেগুনি টুপি দখলের লড়াইও। বেগুনি টুপির মালিক এখন মহম্মদ সিরাজ। তবে এই মুহূর্তে সিরাজ ছাড়া আরও তিনজন ক্রিকেটার ১৪ টি করে উইকেট নিয়েছেন। শেষ পর্যন্ত কার মাথায় থাকবে বেগুনি টুপি তার অনুমান করা একপ্রকার অসম্ভব।

মহম্মদ সিরাজের পাশাপাশি ১৪ টি করে উইকেট নিয়েছেন রশিদ খান, আর্শদীপ সিং, তুষার দেশপান্ডেরাও। সিরাজের ইকোনমি রেট এই তিন ক্রিকেটারের থেকে কম হওয়ায় তাঁর মাথায় রয়েছে বেগুনি টুপি। ৮ ম্যাচে ৭.৩১ ইকোনমি রেটে ১৪ টি উইকেট নিয়েছেন সিরাজ। বেগুনি টুপির লড়াইয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আফগান স্পিনার রশিদ খান। সিরাজের থেকে এক ম্যাচ কম খেলেই ১৪ উইকেট নিয়েছেন তিনি। ইকোনমি রেট ৮.০৭ হওয়ায় রয়েছেন সিরাজের পেছনে। তবে আজ কলকাতার বিরুদ্ধেই সিরাজকে ছাপিয়ে যেতে পারেন তিনি।

বেগুনি টুপির দৌড়ে রয়েছেন বরুণ চক্রবর্তী, যুজবেন্দ্র চাহাল, পীযূষ চাওলা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মার্ক উডরাও। কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী এখনও পর্যন্ত নিয়েছেন ১৩ টি উইকেট। পঞ্চম স্থানে রয়েছেন তিনি। ১২ টি উইকেট নিয়ে ষষ্ঠ স্থানে যুজবেন্দ্র চাহাল। শীর্ষ দশে থাকা আর চার বোলার - পীযূষ চাওলা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং মার্ক উড, প্রত্যেকেই নিয়েছেন ১১ টি করে উইকেট।

মহম্মদ সিরাজ, রশিদ খান, আর্শদীপ সিং
মেসির বিরুদ্ধে খেলা এই ফুটবলারের জন্য বিপুল অর্থ খরচ করবে মোহনবাগান!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in