IPL 2023: লাগাতার ব্যর্থতা, পৃথ্বী শ-র সমালোচনায় রিকি পন্টিং

"আমাদের এবার শুরুতে যে ব্যাটিংটা দরকার ছিল তা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে পৃথ্বী। আমরা জানি পৃথ্বী একজন ম্যাচ উইনার। সে কারণেই তাকে ধরে রাখা হয়েছিল।"
পৃথ্বীর শ, রিকি পন্টিং
পৃথ্বীর শ, রিকি পন্টিংফাইল চিত্র
Published on

চলতি আইপিএলে একদমই ছন্দে নেই পৃথ্বী শ। দিল্লি ক্যাপিটালসের হতাশার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছেন তিনি। ৬ ম্যাচে পৃথ্বী রান করেছেন মাত্র ৪৭। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামার আগে সাংবাদিক সম্মেলনে পৃথ্বীর সমালোচনা করলেন স্বয়ং দলেরই কোচ রিকি পন্টিং। টুর্নামেন্টের শুরুতে শ'র কাছ থেকে দলের যে বড় প্রত্যাশা ছিল, তা পূর্ণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। পৃথ্বীকে বাদ দেওয়ার কারণও এদিন খোলাসা করলেন অজি গ্রেট।

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক এদিন বলেন, "এই মরশুমে ছয়টি ম্যাচ, গত মরশুমের শেষ পর্যায়ে আরও ছয় বা সাতটি ম্যাচ। আমার মনে হয় ১৩ ম্যাচ (১২) আগে পৃথ্বী ওপেন করতে নেমে একটি অর্ধশতরান করেছে। আমাদের এবার শুরুতে যে ব্যাটিংটা দরকার ছিল তা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে পৃথ্বী। আমরা জানি পৃথ্বী একজন ম্যাচ উইনার। সে কারণেই তাকে ধরে রাখা হয়েছিল।"

এ বার আইপিএল শুরু হওয়ার আগেই পন্টিং বলেছিলেন, "এই আইপিএল পৃথ্বীর আইপিএল হতে চলেছে। অনুশীলনে কঠিন পরিশ্রম করেছে ও। নিজের ব্যাটিং নিয়ে অনেক খেটেছে। পৃথ্বীকে দেখে ভাল লাগছে। আমি নিশ্চিত এবার ও অনেক রান করবে।" সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তাও উল্লেখ করেন পন্টিং। তিনি বলেন, পৃথ্বীকে নিয়ে যা ভাবা হয়েছিল তা কার্যকর হয়নি।

পৃথ্বী চলতি আইপিএলে আর সুযোগ পাবেন কিনা, সে সম্পর্কে পন্টিং বলেন," এখনও অনেক পথ যেতে হবে। যদি বর্তমান টপ অর্ডার কাজ না করে , তার দলে ফিরতে না পারার কোনো কারণ নেই এবং যদি সে ফিরে আসে, আশা করি, সে দৃঢ়ভাবে টুর্নামেন্ট শেষ করতে পারবে।"

পৃথ্বীর শ, রিকি পন্টিং
IPL 2023: বেগুনি টুপির জন্য হাড্ডাহাড্ডি লড়াই - শীর্ষে সিরাজ, পিছিয়ে নেই রশিদ, আর্শদীপরাও

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in