টানা পাঁচ ম্যাচ হারের পর টানা দ্বিতীয় জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। গতকাল লো স্কোরিং ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে সৌরভ গাঙ্গুলি, রিকি পন্টিংদের দল। তবে এই ম্যাচ জিতলেও বড় জরিমানার মুখে পড়েছেন দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার। নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের বোলিং সম্পন্ন করতে না পারায় ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তাঁর।
মঙ্গলবার আইপিএলের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, "যেহেতু এটা চলতি মরশুমে স্লো ওভার রেটের কারণে দলটির প্রথম অপরাধ, তাই মিস্টার ওয়ার্নারকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হচ্ছে।"
চলতি আসরে দিল্লি যদি দ্বিতীয়বার স্লো ওভার রেটের জন্য দোষী সাব্যস্ত হয়, তাহলে অধিনায়ককে ২৪ লক্ষ টাকার জরিমানা করা হবে এবং দলের প্লেয়িং ইলেভেনের খেলোয়াড়দের ৬ লক্ষ বা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হবে।
আইপিএলের লক্ষ্য হল ম্যাচ গুলিকে ৩ ঘন্টা ২০ মিনিটের মধ্যে শেষ করা। তবে স্লো ওভার রেটের কারণে কিছু ম্যাচ চার ঘন্টাও ছাড়িয়ে যাচ্ছে। এর আগে একই কারণে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয় আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসির এবং লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুলের।
গতকাল রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৪৪ রান সংগ্রহ করেও ৭ রানে জয় পেয়েছে দিল্লি। ব্যাটে - বলে অনবদ্য পারফর্ম্যান্স করেছেন অক্ষর প্যাটেল। ব্যাট হাতে ৩৪ রান করার পর বল হাতে নিয়েছেন জোড়া উইকেট। ৪ ওভারে খরচ করেছেন মাত্র ২১ রান। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন অক্ষর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন