IPL 2023: নজর কাড়ছেন কেরালার এই তারকা ক্রিকেটার, জাতীয় দলে ফেরানোর দাবি হর্ষ ভোগলের

গতকাল গুজরাট টাইটানসের বিপক্ষে ৩২ বলে ৬০ রানের এক অনবদ্য ইনিংস খেলেন স্যামসন। এরপরেই তাঁকে জাতীয় দলে সুযোগ দেওয়ার ডাক দেন বিখ্যাত ক্রিকেট বিশেষজ্ঞ হর্ষ ভোগলে।
হর্ষ ভোগলে
হর্ষ ভোগলেফাইল চিত্র - সংগৃহীত
Published on

জাতীয় দলে সঞ্জু স্যামসনের সুযোগ হোক। এই দাবি চলছে অনেকদিন ধরেই। তবে সঞ্জু সেই ব্রাত্যই থেকে যান। মাঝে মধ্যে একটি কিংবা দুটি ম্যাচে তাঁকে সুযোগ দেওয়া হলেও, এরপর বসিয়ে দেওয়া হয়। গতকাল গুজরাট টাইটানসের বিপক্ষে ৩২ বলে ৬০ রানের এক অনবদ্য ইনিংস খেলেন স্যামসন। এরপরেই তাঁকে জাতীয় দলে সুযোগ দেওয়ার ডাক দেন বিখ্যাত ক্রিকেট বিশেষজ্ঞ হর্ষ ভোগলে।

স্যামসন সাদা বলের ক্রিকেটে ভারতের সবচেয়ে প্রতিভাবান ব্যাটারদের একজন। অনেকেই অনুমান করেন, টি-টোয়েন্টি দলে উইকেট-রক্ষক ব্যাটার হিসেবে তিনি ধারাবাহিক রান করবেন এবং ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় পারফর্মারদের একজন হিসেবে দেখা যাবে তাঁকে। গতকাল গুজরাটকে হারিয়ে লীগ টেবিলের শীর্ষস্থান দখল করেছে রাজস্থান। অধিনায়কোচিত ইনিংস খেলেছেন স্যামসন।

গতকাল সঞ্জুর নেতৃত্ব দেখে নির্বাচকদের উদ্দেশ্যে ট্যুইট করেন হর্ষ। তিনি বলেন -"আমি প্রতিদিন সঞ্জু স্যামসনকে ভারতের টি-টোয়েন্টি দলে খেলাব।"

চলতি আইপিএলে শুধু ব্যাট হাতে নয়, অধিনায়ক হিসেবেও মুগ্ধ করছেন স্যামসন। কেরালার এই ক্রিকেটারের নেতৃত্বে গতবছর আইপিএলের ফাইনাল খেলার পর চলতি আইপিএলে পাঁচ ম্যাচের চারটিতে জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে রাজস্থান।

চলতি আইপিএলে পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান রয়্যালস। সমান ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লখনউ সুপার জায়ান্টস। পাঁচটি করে ম্যাচ খেলে গুজরাট টাইটানস এবং পাঞ্জাব কিংসেরও পয়েন্ট ছয়। তবে নিট রান রেটের ভিত্তিতে গুজরাট রয়েছে তৃতীয় স্থানে আর পাঞ্জাব চতুর্থ স্থানে।

হর্ষ ভোগলে
IPL 2023: রাজস্থানের জার্সিতে বড় নজির গড়লেন সঞ্জু স্যামসন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in