লিটন দাসের বদলি হিসেবে নতুন ক্রিকেটারের নাম ঘোষণা করলো কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশী উইকেট কিপারের পরিবর্ত হিসেবে ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার জনসন চার্লসকে দলে নিয়েছে নাইটরা। বৃহস্পতিবার আইপিএলের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, চলতি আইপিএলের অবশিষ্ট ম্যাচ গুলির জন্য চার্লসকে দলে নিয়েছে নাইট রাইডার্স।
আইপিএল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিখেছে, "বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্স লিটন দাসের জায়গায় জনসন চার্লসকে অন্তর্ভুক্ত করেছে। চার্লস একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪১টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। যেখানে তিনি ৯৭১ রান করেছেন। চার্লস ওয়েস্ট ইন্ডিজের ২০১২ এবং ২০১৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন। সবমিলিয়ে মোট ২২৪ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ৫৬০০ রান রয়েছে তাঁর নামের পাশে।"
পঞ্চাশ লক্ষ টাকায় ক্যারিবিয়ান তারকাকে দলে নিয়েছে নাইট রাইডার্স। প্রায় ছ'বছর ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড থেকে বাইরে থাকার পর ২০২২ সালে পুনরায় ফিরে আসেন চার্লস। তারপর থেকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখনও পর্যন্ত মোট সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। মার্চে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ৩৯ বলেই সেঞ্চুরি করেছিলেন তিনি। এর আগে ক্যারিবিয়ান, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ফ্র্যাঞ্চাইজি লীগে খেললেও এই প্রথমবার আইপিএল খেলতে চলেছেন এই বিশ্বকাপজয়ী ক্যারিবিয়ান তারকা।
পারিবারিক কারণে কলকাতা নাইট রাইডার্সের শিবিরে মাত্র কয়েক দিন থেকেই দেশে ফিরে গিয়েছেন লিটন দাস। চলতি মরশুমে লিটন দাসকে কেকেআর কিনলেও প্ৰথম কয়েকটি ম্যাচের পর লিটন কলকাতায় আসেন। কলকাতার হয়ে দুটি ম্যাচ খেলেছেন তিনি। যার মধ্যে একটি ম্যাচে ব্যাট করার সুযোগ পান লিটন। মাত্র ৪ রান করে আউট হয়ে যান। পরের ম্যাচে ইমপ্যাক্ট খেলোয়াড় হয়ে নেমে কেবল উইকেট রক্ষকের দায়িত্ব পালন করেন। তারপরই দেশে ফিরে যান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন