চিপকে চেন্নাই সুপার কিংসকে হারালেও বড় শাস্তির মুখে পড়তে হয়েছে কলকাতার ক্রিকেটারদের। স্লো-ওভার রেটের কারণে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে নাইট অধিনায়ক নীতিশ রানার। পাশাপাশি দলের বাকি ১১ সদস্যের প্রত্যেকেরই ৬ লক্ষ টাকা অথবা ম্যাচ ফি-র ২৫ শতাংশর মধ্যে যেটি কম হবে, তা জরিমানা করা হয়েছে। চলতি আইপিএলে এই নিয়ে দ্বিতীয়বার স্লো-ওভার রেটের কারণে শাস্তি পেলো কলকাতা।
প্রথমবার পাঞ্জাব কিংসের বিপক্ষে একই কারণে দোষী সাব্যস্ত হয় নাইট রাইডার্স। সেবার জরিমানা করা হয়েছিল নীতিশ রানার। এবার দ্বিতীয়বার একই ভুল করার জন্য নীতিশের পাশাপাশি, ইমপ্যাক্ট খেলোয়াড় সহ দলের বাকি সদস্যেরও আর্থিক জরিমানা করা হয়েছে। আইপিএলের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, "চেন্নাইয়ের বিরুদ্ধে মন্থর বোলিংয়ের জন্য কেকেআরের শাস্তি হয়েছে। যেহেতু এটা তাদের দ্বিতীয় অপরাধ, তাই নীতীশের ২৪ লক্ষ টাকার জরিমানা হয়েছে। ইমপ্যাক্ট খেলোয়াড় সহ বাকি ক্রিকেটারদের ৬ লক্ষ টাকা অথবা ম্যাচ ফি-র ২৫ শতাংশের মধ্যে যেটা কম, সেটা জরিমানা হিসাবে দিতে হবে।"
আইপিএলের নিয়ম অনুয়ায়ী, প্রথম বার স্লো-ওভার রেটের জন্য অধিনায়কের ১২ লক্ষ টাকা, দ্বিতীয় বারের জন্য ২৪ লক্ষ টাকা ও তৃতীয় বার ভুল করলে এক ম্যাচ নির্বাসনের শাস্তি দেওয়া হয়। সেই শাস্তির মুখে এ বার নীতীশ। গতকাল চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে অফের দৌড়ে নিজেদের বাঁচিয়ে রেখেছে নাইটরা। আগামী ম্যাচে লখনউয়ের বিপক্ষেও যদি স্লো-ওভার রেটের জন্য দোষী সাব্যস্ত হয় কলকাতা, তবে প্লে অফে পৌঁছালে নীতিশ রানাকে একটি ম্যাচে পাবেনা তারা।
রবিবারের চেন্নাই বনাম কলকাতা ম্যাচের কথায় এলে, সিএসকে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ৩ উইকেট হারালেও নীতিশ রানা এবং রিঙ্কু সিং-এর দুর্দান্ত অর্ধশতরানে ভর করে ৯ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে যায় কলকাতা। ৫৪ রান করে ম্যাচের সেরা হন রিঙ্কু। ৫৭* রানে অপরাজিত ছিলেন অধিনায়ক নীতিশ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন