চলতি আইপিএলে রানের বন্যা বইয়ে চলেছেন শুবমান গিল। শেষ চার ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে তিনটি সেঞ্চুরি। গতকাল দ্বিতীয় এলিমিনেটরে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলেন ৬০ বলে ১২৯ রানের দুর্দান্ত এক ইনিংস। গিলের ইনিংসের সৌজন্যেই মুম্বইকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে গুজরাট টাইটানস।
সেইসঙ্গে ব্যাট হাতে একাধিক নজির গড়লেন পাঞ্জাবের ২৩ বছরের এই ক্রিকেটার। শুবমানের ইনিংস দেখে মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা খুশি না হলেও, টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে বেশ খুশি হয়েছেন। সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল। তার আগে শুবমানের এই ফর্ম রোহিতকে বড় ভরসা জোগাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশীপ জয়ের জন্য। শুবমান সেঞ্চুরি করার পরেই কাছে এসে তাঁর পিঠ চাপড়ে দিয়েছিলেন রোহিত।
ম্যাচের পর মুম্বই অধিনায়ক বলেন, "শুবমান ভালো ব্যাটিং করেছে, উইকেট ভালো ছিল। তারা(গুজরাট) ২০-২৫ রান অতিরিক্ত পেয়েছে। প্রথমার্ধের পর আমরা ইতিবাচক ছিলাম। শুবমানকে আমাদের কৃতিত্ব দিতেই হবে। আমি আশা করি সে এই ফর্মটা অব্যাহত রাখবে।" এদিন ব্যাট হাতে একাধিক নজির গড়েছেন শুবমান গিল। আইপিএলের ইতিহাসে সপ্তম ব্যাটার হিসেবে প্লে অফে সেঞ্চুরি করেন শুবমান।
সেইসঙ্গে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএল প্লে অফে সেঞ্চুরি করলেন তিনি। পাশাপাশি, ঋদ্ধিমান সাহা এবং রজত পাতিদারের সাথে যৌথভাবে প্লে অফে দ্রুততম সেঞ্চুরির মালিকও হয়ে গিয়েছেন। শুবমান ৪৯ বলে শুক্রবার তাঁর সেঞ্চুরি পূরণ করেন। এছাড়াও এদিন আইপিএল প্লে অফে সর্বোচ্চ রানের ইনিংস খেললেন শুবমান। পেছনে ফেললেন বীরেন্দ্র শেহওয়াগকে।
২০১৪ সালে পাঞ্জাবের হয়ে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্লে অফে ১২২ রান করেছিলেন। সেটাই ছিল প্লে অফে এক ইনিংসে করা কোনো ক্রিকেটারের সর্বোচ্চ রান। ১২৯ রান করে নজির গড়লেন শুবমান। এছাড়াও মাত্র চতুর্থ ক্রিকেটার এবং দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলের এক মরশুমে ৮০০-এর অধিক রান করার নজির গড়লেন শুবমান। বিরাট কোহলি ২০১৬ সালে ৯৭৩ রান করেছিলেন। ওই বছরই ডেভিড ওয়ার্নার করেন ৮৪৮ রান। গত মরশুমে জস বাটলার ৮৬৩ রান করেন।
এই মরশুমে এখনও পর্যন্ত ৮৫১ রান করে ফেলেছেন শুবমান। ফাইনালে চেন্নাইয়ের বিপক্ষে ১২৩ রান করলেই বিরাটকে ছাপিয়ে আইপিএলের এক মরশুমে সবচেয়ে বেশি রান করার নজির গড়বেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন