IPL 2023: অভিষেক ম্যাচে আইপিএলে ১৫ বছরের রেকর্ড ভাঙলেন জম্মু-কাশ্মীরের তরুণ ক্রিকেটার

২০২১ সালে জম্মু-কাশ্মীরের হয়ে বিভ্রান্ত রঞ্জিতে অভিষেক করেন। এরপর তিনি বিজয় হাজারে ট্রফিতেও আট ইনিংসে ৩৯৫ রান করেছেন। যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি এবং দুটি হাফ-সেঞ্চুরি
বিভ্রান্ত শর্মা
বিভ্রান্ত শর্মাফাইল চিত্র
Published on

আইপিএলে ১৫ বছরের রেকর্ড ভাঙলেন সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটার বিভ্রান্ত শর্মা।রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে সানরাইজার্সের জার্সিতে অভিষেক ঘটে বিভ্রান্তের। জম্মু-কাশ্মীরের এই ক্রিকেটার অভিষেক ম্যাচেই খেললেন ৪৭ বলে ৬৯ রানের ইনিংস। আর এই ইনিংসের সৌজন্যে আইপিএলের ১৫ বছরের ইতিহাসে ভারতীয় হিসেবে অভিষেক ম্যাচে সবচেয়ে বেশি রান করার নজির গড়েন বিভ্রান্ত।

২০০৮ সালে জয়পুরে কেকেআর-এর বিরুদ্ধে ৬০ রান করেছিলেন রাজস্থান রয়্যালস-এর স্বপ্নিল আসনোদকার। ১৫ বছর ধরে আইপিএল অভিষেকে ভারতীয় খেলোয়াড়ের সর্বোচ্চ স্কোরের রেকর্ড ছিল এটি। গতকাল ওয়াংখেড়েতে এই রেকর্ড নিজের নামে করেন বিভ্রান্ত। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক তথা লখনউ সুপার জায়ান্টসের বর্তমান কোচ গৌতম গম্ভীর ২০০৮ সালে আইপিএলে নিজের অভিষেক ম্যাচে দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে রাজস্থানের বিরুদ্ধে ৫৮ রান করেছিলেন। ২০২০ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে নিজের আইপিএল অভিষেকে আরসিবির হয়ে ৫৬ রান করেছিলেন দেবদূত পাডিক্কেল।

২০২১ সালে জম্মু-কাশ্মীরের হয়ে বিভ্রান্ত রঞ্জিতে অভিষেক করেন। এরপর তিনি বিজয় হাজারে ট্রফিতেও আট ইনিংসে ৩৯৫ রান করেছেন। যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি এবং দুটি হাফ-সেঞ্চুরি। গতকাল অসাধারণ পারফর্ম্যান্সের পর বিভ্রান্তকে শুভেচ্ছা বার্তা জানান ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি লেখেন, "আইপিএলের প্রথম অর্ধশতরানের জন্য শুভকামনা জানাই। জম্মু ও কাশ্মীর থেকে আরও একটি তরুণ ক্রিকেটার নাম উজ্জ্বল করলো।"

বিভ্রান্ত শর্মা
IPL 2023: ক্রিকেট ইতিহাসে প্রথম, আইপিএলে সেঞ্চুরি করে বড় নজির গড়লেন শুবমান গিল

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in