আইপিএলে রবিবার ইডেনে বিরাট কোহলির আরসিবির মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচের আগে টিকিটের চাহিদা তুঙ্গে। তীব্র তাপপ্রবাহ আর গরমকে উপেক্ষা করেই দুপুর ৩.৩০ এ ম্যাচ দেখতে চাইছেন হাজার হাজার ক্রিকেট অনুরাগীরা। ২,০০০ টাকা টিকিটের দর ১০,০০০ হাজারের উপর উঠেছে বলে জানা গেছে। কিছু দর্শক সেই মূল্য দিতেও রাজি। ১,০০০ আর ১,৫০০ টাকার টিকিট প্রায় নেই। পুলিশ থাকলেও কালোবাজারি হচ্ছে।
এবারের আইপিএলে কলকাতায় এটাই সবচেয়ে হাই-প্রোফাইল ম্যাচ। সাতের মধ্যে ছটি ম্যাচই হেরেছে আরসিবি। তাও এই ম্যাচকে কেন্দ্র করে টিকিটের চাহিদা তুঙ্গে। একমাত্র বিরাট কোহলির জন্য।
২০১১ আইপিএল থেকে "গো গ্রিন" অর্থাৎ পরিবেশ বাঁচানোর স্লোগান দেওয়া হয়। সেই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে সবুজ জার্সি চালু করেছিল আরসিবি। তারপর থেকে প্রত্যেক আইপিএলে একটি ম্যাচে সবুজ জার্সি পরে নামেন কোহলিরা। তবে সেটা প্রতিবারই হোম ম্যাচে হয়। এবার সেই রীতি বদলে যাচ্ছে। এবার অ্যাওয়ে ম্যাচে সবুজ জার্সি পরে নামবেন আরসিবির ক্রিকেটাররা। অর্থাৎ ইডেনে সবুজ জার্সির কোহলিকে দেখার জন্য ক্রিকেটের নন্দন কানন তৈরী।
আইপিএল-র পয়েন্ট টেবিলে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কেকেআর। ৭ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে চেন্নাই সুপার কিংস। ৭ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে 'লাস্ট বয়' আরসিবি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন