মঙ্গলবার দুবাইতে আইপিএল-র নিলাম। তার কয়েকঘণ্টা আগেই বোলারদের জন্য সুখবর জানালো বিসিসিআই। সূত্রের খবর, ২০২৪ আইপিএল থেকেই বোলাররা একটি ওভারে ২টি করে বাউন্সার ব্যবহার করতে পারবেন। অতয়েব সর্বোচ্চ ২৪ বলের মধ্যে ৮টি বাউন্সার ব্যবহার করতে পারবেন বোলাররা।
সকল ক্রিকেট প্রেমীদের কাছে আজকের দিনটি চূড়ান্ত উত্তেজনার দিন বললে ভুল কিছু বলা হবে না। বিদেশের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে আইপিএলের নিলাম। তবে এবারের আইপিএলে বাড়তি সুবিধা পাবেন বোলাররা। এতদিন বোলাররা ওভারে একটি করে বাউন্সার দিতে পারতেন। দ্বিতীয় বাউন্সার হলেই সেটি নো'বল হিসেবে ধার্য করা হতো। কিন্তু ২০২৪ আইপিএল থেকে সেই নিয়মের পরিবর্তন করছে বিসিসিআই। বিসিসিআই সূত্রে খবর, প্রথমে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ওভারে ২টি করে বাউন্সার দিয়ে পরীক্ষা করা হয়েছিল। তারপরই আইপিএলের জন্য অতিরিক্ত বাউন্সারের ছাড়পত্র দিয়েছে বিসিসিআই।
অধিকাংশ বোলাররাই এই নিয়মে খুশি হয়েছেন। কারণ যাঁদের বোলিং-র মূল অস্ত্র হলো বাউন্সার তাঁরা অনায়াসে দুটি বাউন্সার করতে পারবেন ব্যাটারকে।
তারকা পেসার জয়দেব উনাদকাটও বিসিসিআই-র সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, আমি মনে করি এক ওভারে দু'টি বাউন্সার খুবই দরকার। যার ফলে ব্যাটারদের থেকে কিছুটা হলেও অ্যাডভান্টেজ পাবেন বোলাররা। বিশেষ করে ডেথ ওভারগুলিতে দু'টি বাউন্সার খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। কারণ এতদিনে আইপিএল-এ ডেথ ওভারে হয় ইয়র্কার নয়তো স্লোয়ার ওয়ান বল করতে হতো রান বাঁচানোর জন্য। অতিরিক্ত বাউন্সার থাকার কারণে চাপে রাখা যাবে ব্যাটারকে।
অন্যদিকে ৭৭ জনের জায়গা ফাঁকা রয়েছে। কোন ফ্রাঞ্চাইজি কাকে নেবে সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন। সবথেকে বেশি টাকা নিয়ে নিলামে অংশগ্রহণ করছে গুজরাট টাইটান্স। তাদের কাছে আছে ৩৮ কোটি ১৫ লক্ষ টাকা। সানরাইজার্স হায়দরাবাদের রয়েছে ৩৪ কোটি টাকা। কেকেআর-র কাছে আছে ৩২ কোটি ৭০ লক্ষ টাকা। চেন্নাইয়ের কাছে রয়েছে ৩১ কোটি ৪০ লক্ষ টাকা। পাঞ্জাব কিংসের হাতে রয়েছে ২৯ কোটি ১০ লক্ষ। দিল্লি ক্যাপিটালসের আছে ২৮ কোটি ৯৫ লক্ষ টাকা। রয়্যাল চ্যালেঞ্জার্সের আছে ২৩ কোটি ২৫ লক্ষ টাকা। মুম্বইয়ের হাতে রয়েছে ১৭ কোটি ২৫ লক্ষ টাকা। রাজস্থান রয়্যালস নিলামে অংশগ্রহণ করবে ১৪ কোটি ৫০ লক্ষ টাকা নিয়ে। এছাড়া লখনউ সুপার জায়ান্টের হাতে আছে ১৩ কোটি ১৫ লক্ষ টাকা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন