IPL 2024: বিরাটদের প্লে-অফে কাঁটা বৃষ্টি! ভেস্তে যেতে পারে চেন্নাই-আরসিবি ম্যাচ

People's Reporter: আবহাওয়া দফতর সূত্রে খবর, এই কয়েকদিন স্টেডিয়াম ও স্টেডিয়াম সংলগ্ন এলাকা মেঘাচ্ছন্ন থাকবে। দুপুরের দিকে ঝড় বৃষ্টিও হতে পারে। সন্ধ্যা বেলার দিকে ৭৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ভেস্তে যেতে পারে আরসিবি বনাম চেন্নাই ম্যাচ
ভেস্তে যেতে পারে আরসিবি বনাম চেন্নাই ম্যাচফাইল ছবি - সৌজন্যে এক্স হ্যান্ডেল
Published on

আগামী ১৮ মে ডু অর ডাই ম্যাচে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে বিরাটদের প্লে অফের দৌড়ে বাধা হতে পারে বৃষ্টি। অন্তত এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া দফতর সূত্রে।

১৭ থেকে ২১ মে পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেঙ্গালুরুতে। যার মধ্যে চিন্নস্বামী স্টেডিয়ামে ১৮ তারিখ রয়েছে হাইভোল্টেজ ম্যাচ। বৃষ্টির কারণে যদি ম্যাচ না হয় তাহলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। দুই দলই ১ পয়েন্ট করে অর্জন করবে। যাতে সুবিধা হবে চেন্নাইয়ের। ধোনির দলে ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে প্লে অফে চলে যাবে। আর বেঙ্গালুরু ১৪ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। ইতিমধ্যেই তৃতীয় দল হিসেবে প্লে-অফে চলে গেছে হায়দরাবাদ।

আবহাওয়া দফতর সূত্রে খবর, এই কয়েকদিন স্টেডিয়াম ও স্টেডিয়াম সংলগ্ন এলাকা মেঘাচ্ছন্ন থাকবে। দুপুরের দিকে ঝড় বৃষ্টিও হতে পারে। সন্ধ্যা বেলার দিকে ৭৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকেও বৃষ্টিপাত হতে পারে।

বৃষ্টির কারণে খেলা পুরো বন্ধ না হলে আইপিএল প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ৫ ওভার করে খেলা হতে পারে। আরসিবি সমর্থকরা চাইছেন যে ভাবেই হোক ম্যাচটা হওয়া চাই।

তবে এই ম্যাচ জিততে পারলেই যে আরসিবি প্লে অফে চলে যাবে তা নয়। পয়েন্টস টেবিল অনুযায়ী চেন্নাইয়ের বর্তমান পয়েন্ট ১৩ ম্যাচে ১৪, দিল্লির পয়েন্ট ১৪ ম্যাচে ১৪, লখনউ সুপার জায়ান্টের রয়েছে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট।

ভেস্তে যেতে পারে আরসিবি বনাম চেন্নাই ম্যাচ
BCCI: দেশের হয়ে একটিও ম্যাচ না খেলেই আবেদন! ভারতের কোচ বাছতে নাজেহাল বিসিসিআই
ভেস্তে যেতে পারে আরসিবি বনাম চেন্নাই ম্যাচ
BCCI: ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে চান? থাকতে হবে এই সমস্ত যোগ্যতা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in