২০১২ সালের ৫ মে ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম পুনে ওয়ারিয়স ম্যাচের 'বঙ্গভঙ্গ' হয়েছিল। সময় বদলেছে, সেই সময়ের পুনে অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এখন দিল্লি ক্যাপিটালসের টিম ডিরেক্টর। সোমবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হবে বলে মনে করা হচ্ছে।
দিল্লির অনুশীলনে ইডেনে এসেছিলেন সৌরভ। তার সঙ্গে গোটা বাংলা থেকে এল সৌরভ অনুরাগীরাও। ইডেনে 'বঙ্গভঙ্গে'র ইঙ্গিতও মিলল। সৌরভ গাঙ্গুলির মুখোশ পরে, ব্যানার নিয়ে ইডেনের সামনে দিল্লি ক্যাপিটালস দলের অপেক্ষায় ছিলেন মহারাজের ভক্তরা। সৌরভকে দেখেই ওঠে দাদা-দাদা স্লোগান। ইডেনে ৯টি ম্যাচের সাতটিতেই হেরেছে দিল্লি। সৌরভের দলের প্লে অফে টিকে থাকতে গেলে এবার জেতা ছাড়া গতি নেই।
আবার শাহরুখ খান শুধু ইডেনে দলের অনুশীলনেই এলেন না বরং হালকা ব্যাটিংও করলেন। শেষ কবে কিং খানকে নাইট অনুশীলনে দেখা গিয়েছিল সেটা মনে করতে পারছে না কেউই। সোমবার ম্যাচেও থাকবেন।
মাঠে কলকাতা বনাম দিল্লির লড়াইকে দাদা বনাম বাদশাহ'র লড়াই হিসেবেই দেখছে সকলে। ইডেনে সমর্থন আজ ভাগ হবে এটা জানেন কেকেআর কোচ চন্দ্রকান্ত পন্ডিতও। তিনি বলেন, 'সৌরভ একজন আইকন। দেশের জন্য, রাজ্যের জন্যও। ওর জন্য ইডেন ভাগ হতেই পারে। এটা ওর প্রাপ্য। তবে আমরা সেদিকে ফোকাস করতে চাই না। দর্শকরা যাকে খুশি সমর্থন করতে পারে। আমাদের পক্ষে যতটুকু নিয়ন্ত্রণ করা সম্ভব সেটাই করছি। নেগেটিভ বিষয় নিয়ে ভাবছি না। এটাও মাথায় রাখতে হবে ৮ ম্যাচে মাত্র তিনটিতে আমরা হেরেছি। ব্যক্তিগত কারও কথা আলাদা করে বলা ঠিক নয়। ব্যাটিং, বোলিং ভালো হচ্ছে বলেই তো এই জায়গায় এসেছি।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন