আইপিএল-র দ্বিতীয় ম্যাচ হারার পাশাপাশি ১২ লক্ষ টাকা জরিমানা করা হল গুজরাট টাইটান্সকে। স্লো ওভার রেটিং-র কারণে এই জরিমানা।
ঘরের মাঠে পর পর দুটি ম্যাচেই জয় ছিনিয়ে নিল চেন্নাই সুপার কিংস। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ গুজরাট টাইটান্সকে ৬৩ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো চেন্নাই। তবে শাস্তি পেতে হলো গুজরাটকে। নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ না করায় জরিমানা দিতে হবে শুবমনদের।
আইপিএল-র তরফে জানানো হয়েছে, শুবমন গিলের এটা প্রথম নিয়মলঙ্ঘন বলেই কম পরিমাণ জরিমানা করা হয়েছে। পরে একই ভুল হলে জরিমানার অঙ্ক বাড়তে পারে।
উল্লেখ্য, টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন গুজরাটের অধিনায়ক শুবমন গিল। প্রথমে ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ২০৬ রান করে চেন্নাই। শিবম দুবে (২৩ বলে ৫১), রাচিন রবীন্দ্র (২০ বলে ৪৬) এবং রুতুরাজ গায়কোয়াড় (৩৬ বলে ৪৬ রান)-র ঝোড়ো ইনিংসের সাক্ষী থাকে চেন্নাই সমর্থকরা।
জবাবে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে গুজরাট টাইটান্স। ৮ উইকেটের বিনিময়ে ১৪৩ রানে শেষ হয় শুবমন গিলদের ইনিংস।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন