মহম্মদ শামির বিকল্প হিসেবে সন্দীপ ওয়ারিয়রের নাম ঘোষণা করলো গুজরাট টাইটান্স। ৫০ লক্ষ টাকা বেস প্রাইসে তাঁকে দলে নেয় শুবমন গিলের দল।
গোড়ালির চোটের কারণে আইপিএল-র পুরো মরশুম থেকেই ছিটকে গেছেন শামি। জানুয়ারি মাসে বিদেশ থেকে ইঞ্জেকশন নিয়ে ফের দেশে ফিরে আসেন তিনি। কিন্তু সেই ইঞ্জেকশন নাকি ঠিকভাবে কাজ করেনি। যার কারণে ফের বিদেশে গিয়ে চিকিৎসা করাতে হবে ভারতের তারকা পেসারকে। শামির মতো তারকা পেসার না থাকাটা একটা দলের পক্ষে যে বড় ধাক্কা তা ক্রিকেট বিশেষজ্ঞরা মেনে নিচ্ছেন।
বুধবারই গুজরাটের তরফ থেকে জানানো হয়, শামির পরিবর্ত হিসেবে সন্দীপকে দলে নেওয়া হল। এখনও পর্যন্ত আইপিএল-এ ৫টি ম্যাচ খেলেছেন সন্দীপ।
অন্যদিকে, চোটের কারণে ২০২৪ আইপিএল থেকে ছিটকে গেছে মুম্বইয়ের তারকা বোলার দিলশান মধুশঙ্কা। তাঁর বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি পেসার কোয়ানা মাফাকাকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুরন্ত ছন্দে ছিলেন এই পেসার। ৫০ লক্ষ টাকা বেস প্রাইসে তাঁকে কেনে হার্দিক পাণ্ডিয়ার দল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন