IPL 2024: জল্পনার অবসান, মুম্বইয়ে ফিরলেন হার্দিক পাণ্ডিয়া, গুজরাটের নতুন অধিনায়ক গিল!

People's Reporter: নীতা আম্বানি এই প্রসঙ্গে বলেন, আমরা হার্দিককে ফেরাতে পেরে বেশ উৎসাহিত। মুম্বই ইন্ডিয়ান্স পরিবারের সাথে হার্দিকের পুনর্মিলন হলো।
মুম্বইয়ে ফিরলেন হার্দিক পাণ্ডিয়া
মুম্বইয়ে ফিরলেন হার্দিক পাণ্ডিয়াছবি - হার্দিক পাণ্ডিয়ার ফেসবুক ওয়াল
Published on

জল্পনার অবসান হলো। গুজরাট ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরলেন তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। সোমবার দুপুরে নিজেই পুরনো দলে ফেরার কথা জানান হার্দিক। গুজরাটের নতুন অধিনায়ক হলেন শুবমন গিল।

বেশ কিছুদিন ধরেই হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে জল্পনা চলছিল। সকলে ভেবেছিল গতকালই হয়তো হার্দিককে নিয়ে নেবে মুম্বই। এমনকি গুজরাট যাঁদের রেখেছিল তাঁদের তালিকাতেও একদম শেষে ছিলেন হার্দিক। সাধারণত অধিনায়কদের নাম প্রথমের দিকে রাখে সব দলই। কিন্তু হার্দিকের ক্ষেত্রে তার ব্যাতিক্রম ঘটে। এরপরই নিজের এক্স হ্যান্ডেলে মুম্বই ফেরার কথা জানান পাণ্ডিয়া।

এক্স হ্যান্ডেলে ২০১৫ সালের আইপিএল নিলামের মুহূর্ত থেকে শুরু করে পরিণত হার্দিক হয়ে ওঠার ভিডিও শেয়ার করেন হার্দিক। ভিডিও-র ক্যাপশনে লেখেন, "এটা আমার অনেক স্মৃতি ফিরিয়ে আনে। মুম্বই, ওয়ানখেড়ে, পল্টন। ফিরে এসে ভালো লাগছে"।

গুজরাট টাইটান্সের পক্ষ থেকে বলা হয়, "অধিনায়ক হিসেবে গুজরাট টাইটান্সকে দু'টো অসাধারণ মরসুম উপহার দিয়েছেন হার্দিক। যার মধ্যে একটিতে চ্যাম্পিয়নও হয়েছেন এবং অন্যটিতে দলকে ফাইনালে তুলছিলেন। তিনি তাঁর পুরনো দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানাই"।

হার্দিককে ফিরিয়ে এনে মুম্বইয়ের কর্ণধার নীতা আম্বানি বেশ খুশি। তিনি বলেন, "আমরা হার্দিককে ফেরাতে পেরে বেশ উৎসাহিত। মুম্বই ইন্ডিয়ান্স পরিবারের সাথে হার্দিকের পুনর্মিলন হলো। মুম্বই ইন্ডিয়ান্সের একজন তরুণ প্রতিভা থেকে শুরু করে এখন টিম ইন্ডিয়ার তারকা হওয়া পর্যন্ত, হার্দিক অনেক দূর এগিয়েছে"।

হার্দিকের অধিনায়কত্বে বেশ সাফল্য পেয়েছে গুজরাট। এবার অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে শুবমনের কাঁধে। এখন দেখার অধিনায়ক গিল কতটা সফল হতে পারেন।

মুম্বইয়ে ফিরলেন হার্দিক পাণ্ডিয়া
IPL 2024: বাংলাদেশের দুই ক্রিকেটার সহ ৬ তারকা ক্রিকেটারকে ছেঁটে ফেললো কেকেআর, থাকলেন রাসেল-নারিন
মুম্বইয়ে ফিরলেন হার্দিক পাণ্ডিয়া
IPL 2024: দলহীন ২১ তারকা! এবারের নিলামে কোন দল কত টাকা নিয়ে নামছে জানেন?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in