গুজরাট নয়, ২০২৪ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা যেতে পারে হার্দিক পাণ্ডিয়াকে। একাধিক সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। তাহলে কি গুজরাট টাইটান্সের দায়িত্ব পাবেন গিল? জল্পনা তুঙ্গে।
২০২২ আইপিএলে গুজরাট টাইটান্স চ্যাম্পিয়ন হয়েছিল হার্দিকের নেতৃত্বেই। সেই দলকেই এবার বিদায় জানাচ্ছেন তিনি। ইএসপিএন ক্রিকইনফো মারফত জানা যাচ্ছে, আগামী মরসুমের নিলামের আগেই সম্ভবত তারকা অলরাউন্ডারকে দলে ফেরাতে চলেছে মুম্বই ফ্রাঞ্চাইজি। হার্দিককে ১৫ কোটি দিয়ে কিনতে চলেছে মুম্বই। যার মধ্যে গুজরাটকে ৫০ শতাংশ ট্রান্সফার ফি দিতে হবে। এটা যদি সত্যি হয় তাহলে আইপিএলের ইতিহাসে সবথেকে বড় ট্রান্সফার ফি দিয়ে কোনো প্লেয়ারকে নেওয়া হবে।
গুজরাট টাইন্টান্সের হয়ে বেশ সফল হয়েছেন হার্দিক। ২০২২ আইপিএল ফাইনালে রাজস্থানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গুজরাট। সেই ম্যাচের সেরাও হয়েছিলেন হার্দিক। ২০২৩ সালেও দলকে ফাইনালে তোলের হার্দিক। কিন্তু ধোনির চেন্নাইয়ের কাছে হারতে হয়েছিল গুজরাটকে।
হার্দিক যদি গুজরাট ছেড়ে মুম্বইতে আসেন তাহলে টাইটান্সের অধিনায়ক হতে পারেন শুবমান গিল। বিসিসিআই-র কাছেও সুযোগ থাকবে শুবমনের অধিনায়কত্ব দেখার। তবে কিছুই এখন চূড়ান্ত নয়।
২০১৫ সালে আইপিএলে অভিষেক হয় হার্দিক পাণ্ডিয়ার। তারপর থেকে ১২৩টি ম্যাচ খেলেছেন তিনি। ২৩০০ রানের বেশি রান করেছেন হার্দিক। ৫৩টি উইকেটও নিয়েছেন। এখন দেখার তিনি আদৌ মুম্বইতে ফেরেন নাকি গুজরাট টাইটান্স হয়েই আইপিএল খেলেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন