IPL 2024: বাড়ছে 'বিরাট' উন্মাদনা, RCB ম্যাচে টিকিটের দাম বাড়ানোর পথে KKR কর্তৃপক্ষ!

People's Reporter: এই খবর শুনে মাথায় হাত পড়েছে ক্লাবকর্তাদের। প্রত্যেক ক্লাবের কিছু কোটার টিকিট থাকে। যা এবার তাঁদের কিনতে হবে আরও বেশি মূল্য দিয়ে।
IPL 2024: বাড়ছে 'বিরাট' উন্মাদনা, RCB ম্যাচে টিকিটের দাম বাড়ানোর পথে KKR কর্তৃপক্ষ!
ফাইল ছবি - কে কে আরের ফেসবুক পেজ
Published on

গত আইপিএল-এ ইডেনে ধোনিকে দেখার জন্য যে টিকিটের হাহাকার আর তাকে কেন্দ্র করে টিকিটের কালোবাজারি নজরে আসে, সেই ঘটনা ফিরে আসতে চলেছে বিরাট কোহলির আরসিবির ম্যাচে। আগামী ২১ এপ্রিল দুপুর ৩.৩০ টে থেকে ইডেনে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু

ইডেনে কলকাতা বনাম বেঙ্গালুরু ম্যাচের বাড়তি উন্মাদনার অন্যতম কারণই হচ্ছে বিরাট কোহলি। অনলাইন টিকিট ইতিমধ্যেই শেষ। এছাড়া শুধু বিরাট ম্যাচে টিকিটের দাম ৫০০ টাকা বাড়ানো হচ্ছে বলে খবর। অর্থাৎ, আগে যদি টিকিটের দাম ৫০০ হয়ে থাকে, তাহলে এবার সেই একই টিকিট কাটতে খরচ করতে হবে ১০০০ টাকা। প্রত্যেক মূল্যের টিকিটের ওপরই ৫০০ টাকা করে বাড়ানো হচ্ছে বলেই সূত্রের খবর।

এই খবর শুনে মাথায় হাত পড়েছে ক্লাবকর্তাদের। প্রত্যেক ক্লাবের কিছু কোটার টিকিট থাকে। যা এবার তাঁদের কিনতে হবে আরও বেশি মূল্য দিয়ে। ইতিমধ্যেই তাঁদের কাছে চিঠি চলে গিয়েছে। কেনো শুধু একটা ম্যাচের জন্যই কেকেআর কর্তৃপক্ষ টিকিটের দাম বাড়াবে তার উত্তর নেই কারোর কাছেই।

প্রসঙ্গত কেকেআর আইপিএল-এ প্রথমবার মরসুমের প্রথম তিন ম্যাচেই জয় পেয়ে ইতিহাস তৈরী করেছে। তাছাড়া আরসিবিকে তাদের ঘরের মাঠে গিয়েও হারিয়েছে কেকেআর। ফলে ইডেনে বদলার ম্যাচে নামবেন বিরাটরা।

আগামী ১৪ এপ্রিল দুপুর ৩.৩০ মিনিটে ইডেনে নাইটদের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্ট। ১৬ এপ্রিল নাইটরা ইডেনেই নামবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, সন্ধ্যা ৭.৩০ মিনিটে। বিরাটের আরসিবির বিরুদ্ধে তারপরের ম্যাচ।

IPL 2024: বাড়ছে 'বিরাট' উন্মাদনা, RCB ম্যাচে টিকিটের দাম বাড়ানোর পথে KKR কর্তৃপক্ষ!
IPL 2024: রামনবমীর জন্য বদলে গেলো কেকেআর-রাজস্থান ম্যাচের তারিখ
IPL 2024: বাড়ছে 'বিরাট' উন্মাদনা, RCB ম্যাচে টিকিটের দাম বাড়ানোর পথে KKR কর্তৃপক্ষ!
Sayani Das: বাঙলার সাঁতারু সায়নী দাসের মুকুটে নতুন পালক - এবার জয় করলেন নিউজিল্যান্ডের কুক প্রণালী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in