IPL 2024: প্রায় ২৫ কোটির স্টার্ককে নিয়ে সমালোচনার ঝড়, কী জানালেন নাইট অধিনায়ক?

People's Reporter: প্রতি ম্যাচে খারাপ বল করছেন স্টার্ক। উইকেট নিতে পারছেন না আবার রানও দিচ্ছেন অনেক। গতকাল ৩ ওভার বল করে ৫৫ রান দিয়েছেন স্টার্ক। নিয়েছেন ২ উইকেট।
কোহলির সাথে মিচেল স্টার্ক
কোহলির সাথে মিচেল স্টার্কছবি - কেকেআরের ফেসবুক পেজ
Published on

২৪.৭৫ কোটি টাকা দিয়ে অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার মিচেল স্টার্ককে কেনে কলকাতা নাইট রাইডার্স। প্রায় অর্ধেক আইপিএল হয়ে গেলেও স্টার্ককে ছন্দে পাওয়া যায়নি। কে কে আরের বোলিং বিভাগে এখনও ভরসার মুখ হয়ে উঠতে পারেননি অজি পেসার। প্রতি ম্যাচে খারাপ বল করছেন। উইকেট নিতে পারছেন না আবার রানও দিচ্ছেন অনেক।

রবিবারও আরসিবি ম্যাচে একই দৃশ্য ধরা পড়লো। ৩ ওভার বল করে ৫৫ রান দিয়েছেন স্টার্ক। নিয়েছেন ২ উইকেট। শেষ ওভার যখন বল করতে এলেন তখন দরকার ছিল ১৮ রান। সেই ম্যাচ নাইটরা মাত্র ১ রানে জেতে। একটা সময় মনেই হয়েছিল কে কে আর ম্যাচটা হেরেই গেছে।

সোশ্যাল মিডিয়ায় স্টার্ককে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। দলও যে স্টার্কের খেলায় খুশি নয় তা বুঝিয়ে দিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। ম্যাচের পরে নাইট অধিনায়ক জানান, 'শেষ ওভারে ১৮ রানের দরকার হয়, চাপ সব সময় বোলারের উপর থাকে। একটা ছক্কা হলে চাপ আরও বেড়ে যায়। সেই সময় মাথা ঠান্ডা রাখতে হয়। আগের বলের কথা ভাবতে নেই। পরের বলে ব্যাটারকে কোন দিকে মারতে বাধ্য করব, সেটা ভেবে নিতে হয়। আন্দ্রে রাসেল যে ভাবে ম্যাচটা আমাদের দিকে ঘুরিয়ে দিল। রাসেলের ১৯ নম্বর ওভারটা ভালো না গেলে ম্যাচটা জেতা আমাদের পক্ষে কঠিন হতো।'

প্রথমে ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ২২২ রান তোলে নাইটরা। জবাবে ১০ উইকেটে আরসিবি তোলে ২২১। এই জয়ের ফলে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ২ নম্বরে উঠলো নাইটরা।

কোহলির সাথে মিচেল স্টার্ক
FA Cup: দুরন্ত প্রত্যাবর্তন করেও হার কভেন্ট্রির, এফ এ কাপ ফাইনালে ফের ম্যানচেস্টার ডার্বি
কোহলির সাথে মিচেল স্টার্ক
Rohit Sharma: টি-২০ বিশ্বকাপ নিয়ে কোনও বৈঠকই হয়নি - ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ রোহিত শর্মার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in