IPL 2024: কলকাতা নাকি হায়দরাবাদ! প্লে-অফে এগিয়ে কোন দল? দেখুন পরিসংখ্যান

People's Reporter: আইপিএল-র ইতিহাসে মোট ১৩ বার প্লে অফে উঠেছে কেকেআর। যার মধ্যে ৮ বার জয়ী হয় কলকাতা এবং ৫ বার পরাজিত হয়।
আজ মুখোমুখি হবে কেকেআর এবং হায়দরাবাদ
আজ মুখোমুখি হবে কেকেআর এবং হায়দরাবাদছবি - কেকেআরের ফেসবুক পেজ
Published on

মঙ্গলবার ২০২৪ আইপিএল-র প্রথম প্লে অফ ম্যাচ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দারবাদ। দুই দলই দারুণ ছন্দে রয়েছে। তবে প্লে-অফের নিরিখে এগিয়ে রয়েছে হায়দরাবাদ।

আইপিএল-র প্লে অফে মোট ৩ বার মুখোমুখি হয়েছে দুই দল। ২০১৬ সালে দুই দল প্লে-অফে একে অন্যের বিপক্ষে খেলে। এলিমিনেটরে জয় লাভ করে হায়দরাবাদ। ওই বছর চ্যাম্পিয়নও হয় হায়দরাবাদ। ২০১৭ সালে ফের প্লে অফের এলিমিনেটরে সাক্ষাৎ হয় দুই দলের। যেখানে জেতে কেকেআর। ২০১৮ সালে কোয়ালিফায়ার ২-তে মুখোমুখি হয় কলকাতা ও হায়দরাবাদ। ১৪ রানে জেতে হায়দরাবাদ।

আইপিএল-র ইতিহাসে মোট ১৩ বার প্লে অফে উঠেছে কেকেআর। যার মধ্যে ৮ বার জয়ী হয় কলকাতা এবং ৫ বার পরাজিত হয়। যার মধ্যে ২০১২ এবং ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয় কলকাতা।

অন্যদিকে হায়দরাবাদ মোট ১১ বার প্লে অফে ওঠে। জয়ী হয় ৫ বার এবং পরাজিত হয় ৬ বার। ২০১৬ সালে চ্যাম্পিয়ন হয় হায়দরাবাদ।

আজ হায়দরাবাদের বিপক্ষে জিতে সরাসরি ফাইনালে উঠতে চাইছে কলকাতা। তার জন্য ট্রাভিস হেড, অভিষেক শর্মা এবং ক্লাসেনের বিধ্বংসী ব্যাটিং লাইন-আপকে থামাতে হবে কেকেআর বোলারদের।

আজ মুখোমুখি হবে কেকেআর এবং হায়দরাবাদ
Bengal Pro League: বেঙ্গল প্রো টি-২০ লিগ কোথায় দেখতে পাবেন জানেন?
আজ মুখোমুখি হবে কেকেআর এবং হায়দরাবাদ
IPL 2024: 'ট্রাভিষেক' ঝড় প্রতিরোধে মরিয়া কলকাতা, প্লে-অফের লড়াইয়ে বৃষ্টি হলে লাভ কোন দলের?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in