১০ বছর হয়ে গেল, কলকাতায় ট্রফি আসেনি। ২০২১ সালে সুবর্ণ সুযোগ এসেছিল, তাও হাতছাড়া হয়েছে। এবার ট্রফির খোঁজে ঘরের মাঠে শুক্রবার থেকে অনুশীলন শুরু করল কেকেআর।
গৌতম গম্ভীরের পরামর্শে উজ্জীবিত হচ্ছে দল। অনুশীলন শুরুর আগে পুজোও হয়ে গেল। কোচ চন্দ্রকান্ত পন্ডিত এবং মেন্টর গৌতম গম্ভীরও ছিলেন শুক্রবারের ইডেনের অনুশীলনে। তবে বিদেশি ক্রিকেটাররা কবে যোগ দেবেন, এনিয়ে কোনও তথ্য দেয়নি কলকাতা নাইট রাইডার্স। মুম্বই অ্যাকাডেমিতে অভিষেক নায়ারের তত্ত্বাবধানে প্রস্তুতি সারছিলেন রিঙ্কু সিং, রমনদীপ সিংরা।
আইপিএলের নিলামে এবার রেকর্ড গড়েছে কেকেআর। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামে অজি বাঁ হাতি পেসার মিচেল স্টার্ককে নিয়েছে কেকেআর।আপাতত ৭ এপ্রিল অবধি বোর্ড আইপিএলের সূচি ঘোষণা করেছে। তার মধ্যে ইডেনে হোম ম্যাচ শুধুমাত্র আগামী ২৩ মার্চ, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে নাইটরা।
শনিবার লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করার পর বাকি সূচি ঘোষণা হবে। কলকাতা নাইট রাইডার্স রিটেইন করেছে যাঁদের - আন্দ্রে রাসেল, অনুকূল রায়, হর্ষিত রানা, জেসন রয়, নীতীশ রানা, রহমানুল্লা গুরবাজ, রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, সুনীল নারিন, সূয়াশ শর্মা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার।
দলে নতুন মুখ – মিচেল স্টার্ক, মুজিব উর রহমান, শেরফান রাদারফোর্ড, গাস অ্যাটকিনসন, মণীশ পান্ডে, কোনা শ্রীকার ভরত, চেতন সাকারিয়া, অঙ্গকৃশ রঘুবংশী, রমনদীপ সিং, সাকিব হুসেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন