মঙ্গলবার আইপিএল-র প্রথম প্লে-অফ। মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। ১০ বছর পর ফের একবার ট্রফি জয়ের সুযোগ এসেছে কলকাতার কাছে। তবে হায়দরাবাদ যে ছন্দে রয়েছে তাতে কেকেআরের পক্ষে জেতাটা সহজ হবে না।
চলতি মরসুমে কেকেআরের সাথে ২৩ মার্চ ম্যাচ খেলেছিল হায়দরাবাদ। সেই ম্যাচ ৪ উইকেটে জিতে যায় কলকাতা। আগামীকালও সেই জয়ের ধারা বজায় রাখতে চাইছে কেকেআর। যদি বৃষ্টি হয় তাহলে লাভ হবে শ্রেয়স আইয়ারদেরই।
মঙ্গলবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়েমে হায়দরাবাদের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। দুই দলই চলতি মরসুমে দুরন্ত ফর্মে রয়েছে। হাড্ডাহাড্ডি ম্যাচের অপেক্ষায় রয়েছে দুই দলের সমর্থকরাই। তবে ম্যাচ যদি বৃষ্টির কারণে ভেস্তে যায় তাহলে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকার কারণে সরাসরি ফাইনালে চলে যাবে কলকাতা। আর দ্বিতীয় সুযোগ পাবে হায়দরাবাদ। রাজস্থান বনাম বেঙ্গালুরু ম্যাচে যে দল জিতবে তাদের সাথে খেলতে হবে।
কলকাতা চাইছে পাওয়ার প্লে তে অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড জুটিকে যত দ্রুত সম্ভব প্যাভিলিয়নে ফেরানো। বিশেষ করে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনকে বাড়তি দায়িত্ব নিতে হতে পারে এই দুই বিধ্বংসী ব্যাটারকে আউট করার জন্য।
পাশাপাশি ফিল সল্টের না থাকাটা কিছুটা হলেও ভাবাচ্ছে গৌতম গম্ভীরদের। নারিনের সাথে ওপেনিং-এ কে নামবে তা এখনও ঠিক হয়নি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন