রবিবার আইপিএল-র ফাইনাল। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলবে সানরাইজার্স হায়দরাবাদ। তবে ম্যাচ নিয়ে চিন্তায় রয়েছে ম্যানেজমেন্ট। কারণ ঘূর্ণিঝড় 'রেমাল'। রিজার্ভ ডে তেও ম্যাচ করানো না গেলে অ্যাডভান্টেজ পাবে কলকাতা।
চলতি মরসুম নিয়ে মোট চারবার আইপিএল-র ফাইনালে উঠেছে কলকাতা। যার মধ্যে ২০১২ এবং ২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে ট্রফি জিতেছিল কেকেআর। অন্যদিকে ২০১৬ সালের পর ফের ট্রফি জয়ের স্বপ্ন দেখছে হায়দরাবাদ। তবে ম্যাচে বাধা হতে পারে বৃষ্টি। বঙ্গপোসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে বৃষ্টি হতে পারে চেন্নাইতেও।
চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে। রবিবারই ম্যাচ করাতে মরিয়া টিম ম্যানেজমেন্ট। তবে ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। আগামীকাল ওভার কমিয়ে হলেও ম্যাচ করতে প্রস্তুত ম্যানেজমেন্ট।
যদি রবিবার ম্যাচ না হয় তাহলে সোমবার ফাইনাল খেলবে কলকাতা ও হায়দরাবাদ। সেক্ষেত্রে একদম নতুন করেই ম্যাচ শুরু হবে। আর সোমবারও বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেলে সুবিধা পাবে কেকেআর। প্রথম দল হিসেবে ফাইনালে ওঠার সাথে সাথে পয়েন্ট টেবিলেও শীর্ষ স্থানে শেষ করেছিল কেকেআর। পয়েন্ট টেবিলের হিসেবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে কেকেআরকে।
উল্লেখ্য, টেলিভিশনের দর্শকরা স্টার স্পোর্টস-এ খেলা দেখতে পারবেন। এছাড়া মোবাইলে জিও সিনেমা অ্যাপে খেলা দেখা যাবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন