IPL 2024: আইপিএল-র ইতিহাসে লজ্জার রেকর্ড মোহিত শর্মার!

People's Reporter: এতদিন আইপিএলে ৪ ওভার বল করে সর্বাধিক রান দিয়েছিলেন বাসিল থাম্পি (সানরাইজার্স হায়দরাবাদ)।
মোহিত শর্মা
মোহিত শর্মাছবি - সংগৃহীত
Published on

আইপিএল-র ইতিহাসে লজ্জার রেকর্ড গড়লেন গুজরাট টাইটান্সের বোলার মোহিত শর্মা। দিল্লির বিরুদ্ধে ৪ ওভারে ৭৩ রান দিলেন তিনি। যা কোনও বোলারের দেওয়া সর্বোচ্চ রান।

সর্বোচ্চ রান শুধু ব্যাটাররা নয় বোলাররাও করতে পারেন। তবে ব্যাটারের রান হয় তাঁর দলের জন্য ভালো আর বোলারের বেশি রান হলে তাঁর দল চাপে পড়ে যায়। বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এমনই নজির গড়েছেন মোহিত শর্মা। এতদিন আইপিএলে ৪ ওভার বল করে সর্বাধিক রান দিয়েছিলেন বাসিল থাম্পি (সানরাইজার্স হায়দরাবাদ)। ২০১৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে বল করেছিলেন তিনি। ৪ ওভার বল করে ৭০ রান দিয়েছিলেন এই বোলার। আর মোহিত দিলেন ৭৩ রান।

সর্বাধিক রান খরচের তালিকায় তৃতীয় স্থানে আছেন যশ দয়াল। ২০২৩ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪ ওভারে ৬৯ রান দিয়েছিলেন। চতুর্থ স্থানে আছেন টোপলে বেঙ্গালুরুর বিরুদ্ধে ৬৮ রান দিয়েছিলেন তিনি।

গতকাল মোহিত শর্মার বোলিং-র জন্য ২২৪ রান করতে আরও সুবিধা হয় দিল্লি ক্যাপিটালসের। ৪৩ বলে ৮৮ রান করে অপরাজিত থাকেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। জবাবে ব্যাট করতে নেমে ২২০ রানে শেষ হয় গুজরাটের ইনিংস। ২৩ বলে ৫৫ করা মিলার যদি আউট না হতো তাহলে খেলার ফলাফল গুজরাটের পক্ষেই থাকতো।

মোহিত শর্মা
ISL 2023-24: ৬ মিনিটে ৩ গোল! ছাংতে ম্যাজিকে গোয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় মুম্বইয়ের
মোহিত শর্মা
IPL 2024: আইপিএলের রাতে কলকাতায় স্পেশাল ট্রেন পূর্ব রেলের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in