চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে রেকর্ড করলেন দর্শকরা। ওয়ানখেড়ে স্টেডিয়ামের সমর্থকদের চিৎকার ভেঙে দিল চিদম্বরম স্টেডিয়ামের রেকর্ড।
খেলোয়াড়দের পাশাপাশি দর্শকরাও এখন একের পর এক রেকর্ড গড়ছেন এবং ভাঙছেন। রবিবার এমনই ভাঙা গড়ার খেলায় মেতে উঠলেন মুম্বইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামের দর্শকরা। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামের দর্শকদের চিৎকারকে পিছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন মুম্বই স্টেডিয়ামের সমর্থকরা। স্টার স্পোর্টেসের দেওয়া একটা তথ্যে দেখা যায় গতকাল ম্যাচে দর্শকরা সর্বোচ্চ ১৩১ ডেসিবল পর্যন্ত চিৎকার করেছেন।
গত ম্যাচে ধোনি যখন মাঠে প্রবেশ করেন তখন মাঠের আওয়াজ ছিল ১২৫ ডেসিবল। রুতুরাজ আউট হয়ে যাওয়ার পর দর্শকরা চিৎকার করেন ১২৯ ডেসিবল এবং রাহানে যখন আউট হন তখন সর্বোচ্চ আওয়াজ শোনা যায় (১৩১ ডেসিবল)।
এর আগে এই রেকর্ড ছিল চিদম্বরম স্টেডিয়ামের। দীর্ঘদিন পর এই মরসুমে আইপিএলে যখন ধোনি মাঠে নামেন সেই সময় গোটা স্টেডিয়াম চিৎকার করে উঠেছিল। তখন চিদম্বরম স্টেডিয়ামের শব্দমাত্রা পৌঁছেছিল ১৩০ ডেসিবলে।
এছাড়া রয়্যাল চ্যালঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম পাঞ্জাব কিংস ম্যাচেও রেকর্ড গড়েছিল চিন্নাস্বামী স্টেডিয়াম। দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিল আরসিবি। ম্যাচের শেষের দিকে ব্যাট করতে নামেন দীনেশ কার্তিক। ১০ বলে ২৮ রান করে দলকে জেতান তিনি। সেই সময় দর্শকদের আওয়াজ এতোটাই ছিল যে শব্দমাত্রা পরিমাপ করা হয়েছিল ১২৮ ডেসিবল।
তবে এখনও বহু ম্যাচ বাকি আছে। আরও অনেক রেকর্ডও বাকি আছে। সেই রেকর্ডে দর্শকরা গলার আওয়াজ দিয়ে নয়া রেকর্ড সৃষ্টি করতে পারেন কি না সেদিকেই দেখার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন