সমস্যায় পড়তে পারেন ক্রিকেটপ্রেমীরা! শনিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ দেখতে তাড়াতাড়ি ঢুকতে হবে মাঠে। না হলেই পড়তে পারেন ভোগান্তির মুুখে। কারণ ইডেনে যখন কলকাতা বনাম মুম্বই খেলা হবে তখন রাজভবনে ঢুকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবারই নির্বাচনী প্রচারে শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ধ্যে সাড়ে সাতটায় ম্যাচ শুরু। ম্যাচ শুরুর পরও অনেক দর্শক ঢোকেন। অনেকে শেষ মুহূর্তের টিকিটের জন্য বাইরে অপেক্ষা করেন। অনেকে বাইরে বিভিন্ন জিনিস বিক্রি করেন। কিন্তু শনিবারের ম্যাচে কিছুই হবে না।
কলকাতা পুলিশ সূত্রের খবর, সন্ধ্যে সাড়ে সাতটায় এয়ারপোর্টে নামবেন প্রধানমন্ত্রী। রাজভবন আসবেন ৮ টায়। ফলে, সেই সময়ের আগে থেকে যান নিয়ন্ত্রণ করা শুরু করা হবে। নিরাপত্তার কারণে রাজভবনের আশপাশের ফুটপাথ দিয়েও যেতে দেওয়া হবে না কাউকে। জমায়েতও চলবে না। ফলে, ভোগান্তি এড়াতে ইডেনে ম্যাচ দেখতে তাড়াতাড়িই ঢুকতে হবে দর্শকদের।
চিরাচরিত রীতি মেনে রাজভবনের সাউথ গেট দিয়েই ঢুকবেন প্রধানমন্ত্রী। যদিও তার আধঘণ্টা আগেই খেলা শুরু হয়ে যাবে। শোনা যাচ্ছে রাজভবনের ফুটপাথ ৭ টার পরে ব্যবহার করা যাবে না।
শনিবারের ম্যাচ কার্যত নিয়মরক্ষার নাইটদের কাছে। কারণ প্লে অফে তারা চলে গেছে। যদিও এই ম্যাচ জিতে প্রথম দুইয়ে থাকা নিশ্চিত করতে চাইছে তারা। অন্যদিকে মুম্বইয়ের প্লে অফের আশা শেষ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন