আইপিএল-র দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালস। টানা চার ম্যাচ হারের পর এলিমিনেটরে আরসিবিকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে রাজস্থান।
হায়দরাবাদকে হারিয়ে প্রথমেই ফাইনাল নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার চিদম্বরম স্টেডিয়ামে রাজস্থানের বিরুদ্ধে খেলবে হায়দরাবাদ। দুই দলের কাছে ডু অর ডাই ম্যাচ। আইপিএল-র ইতিহাসে যত বার মুখোমুখি হয়েছে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। পরিসংখ্যানও সেই কথা বলছে।
আইপিএল-এ মোট ১৯ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে হায়দরবাদ জিতেছে ১০ বার এবং রাজস্থান জিতেছে ৯ বার। চলতি মরসুমে রাজস্থানের সাথে একটি ম্যাচ খেলে সানরাইজার্স। মাত্র ১ রানে জেতে সেই ম্যাচ। ফলে এই ম্যাচও যে হাড্ডাহাড্ডি হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।
উল্লেখ্য, ২০১৩ সালে এলিমিনেটরে হায়দরাবাদকে ৪ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের যোগ্যতা অর্জন করেছিল রাজস্থান। এবার অবশ্য বিধ্বংসী ব্যাটিং লাইন আপ রয়েছে হায়দরাবাদের। যা রাজস্থানের বোলারদের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। এই দুই দলই একবার করে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। ২০০৮ সালে প্রথম মরসুমেই চ্যাম্পিয়ন হয় রাজস্থান। ২০১৬ সালে জয়ী হয়েছিল হায়দরাবাদ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন