IPL 2024: টানা ৬ ম্যাচ জিতে প্লে-অফে আত্মবিশ্বাসী আরসিবি, ৪ ম্যাচ হেরে চাপে রাজস্থান

People's Reporter: ২০১৫ সালে এলিমিনেটরে রাজস্থানকে ৭১ রানে হারিয়েছিল আরসিবি। ওই বছর দ্বিতীয় কোয়ালিফায়ারে বেঙ্গালুরুকে ৩ উইকেটে হারায় চেন্নাই।
IPL 2024: টানা ৬ ম্যাচ জিতে প্লে-অফে আত্মবিশ্বাসী আরসিবি, ৪ ম্যাচ হেরে চাপে রাজস্থান
ছবি - আরসিবির ফেসবুক পেজ
Published on

বুধবার গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই আইপিএল-র এলিমিনেটরে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস এবং আরসিবি। শেষ ৬টা ম্যাচ অপরাজিত থেকে দুরন্ত ফর্মে রয়েছে কোহলিরা। আর শেষ ৫ ম্যাচের মধ্যে ৪টিতেই হার হয়েছে রাজস্থানের। ফলে এলিমিনেটরে নামার আগে বেশ চাপে অধিনায়ক সঞ্জু স্যামসন।

চলতি মরসুমে সকলকে অবাক করে প্লে অফের লড়াইয়ে উঠেছে আরসিবি। আর মরসুমের শুরুতে লিগ টেবিলের প্রথমে থাকলেও পরপর ৪ ম্যাচ হেরে চাপে রয়েছে রাজস্থান। একনজরে দেখে নেওয়া যাক দুই দলের অতীতের প্লে-অফের পারফর্ম্যান্স -

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

২০০৯ সালে সেমিফাইনালে চেন্নাইকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছিল আরসিবি। কিন্তু ডেকান চার্জাসের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল কোহলিদের।

২০১০ সালে সেমিফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৩৫ রানে হারতে হয়েছিল আরসিবিকে।

২০১১ সালে প্লে-অফের প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইয়ের কাছে ৬ উইকেটে হারতে হয়েছিল বেঙ্গালুরুকে। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বইকে ৪৩ রানে হারিয়ে ফাইনালে ওঠে কোহলিরা। কিন্তু ফাইনালেও সেই চেন্নাইয়ের কাছে ৫৮ রানে হারতে হয়েছিল তাঁদের।

২০১৫ সালে এলিমিনেটরে রাজস্থানকে ৭১ রানে হারিয়েছিল আরসিবি। ওই বছর দ্বিতীয় কোয়ালিফায়ারে বেঙ্গালুরুকে ৩ উইকেটে হারায় চেন্নাই।

২০১৬ সালে প্রথম কোয়ালিফায়ারে গুজরাট লায়ন্সকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে বিরাটের দল। কিন্তু ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৮ রানে হেরে ট্রফি জয় অধরাই থাকে কোহলিদের।

২০২০ সালে আইপিএল-র এলিমিনেটরে হায়দরাবাদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় আরসিবি।

রাজস্থান রয়্যালস

অন্যদিকে, ২০০৮ সালে আইপিএল-র প্রথম মরসুমে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। প্রথম সেমিফাইনালে দিল্লিকে ১০৫ রানে হারিয়ে ফাইনালে উঠেছিল রাজস্থান। ফাইনালে চেন্নাইকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান।

২০১৩ সালে এলিমিনেটরে হায়দরাবাদকে ৪ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের যোগ্যতা অর্জন করেছিল রাজস্থান। মুম্বইয়ের কাছে ৪ উইকেটে দ্বিতীয় কোয়ালিফায়ারে হারতে হয়েছিল রাজস্থানকে।

২০১৫ সালে এলিমিনেটরে আরসিবির কাছে ৭১ রানে হারতে হয়েছিল রাজস্থানকে।

২০১৮ মরসুমে কলকাতা নাইট রাইডার্সের কাছে ২৫ রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল রাজস্থান রয়্যালস।

২০২২ সালে কোয়ালিফায়ার ১-এ গুজরাটের কাআছে ৭ উইকেটে হার হয় রাজস্থানের। দ্বিতীয় কোয়ালিফায়ারে আরসিবিকে ৭ উইকেটে হারায় রাজস্থান। ওই মরসুমে রাজস্থানকে ফের ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট টাইটান্স।

IPL 2024: টানা ৬ ম্যাচ জিতে প্লে-অফে আত্মবিশ্বাসী আরসিবি, ৪ ম্যাচ হেরে চাপে রাজস্থান
Sunil Chhetri: সুনীলের শেষ ম্যাচের টিকিটের দাম ঘোষণা! দেখে নিন একনজরে
IPL 2024: টানা ৬ ম্যাচ জিতে প্লে-অফে আত্মবিশ্বাসী আরসিবি, ৪ ম্যাচ হেরে চাপে রাজস্থান
Bengal Pro League: বেঙ্গল প্রো টি-২০ লিগ কোথায় দেখতে পাবেন জানেন?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in