কলকাতা ম্যাচ হারার পর আরও চাপে দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। স্লো ওভার রেটিং-র কারণে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হলো ঋষভকে। এই নিয়ে চলতি আইপিএল-এ পন্থকে দ্বিতীয়বার শাস্তির মুখে পড়তে হলো।
আইপিএল-র এক বিবৃতিতে বলা হয়েছে, দিল্লির অধিনায়ক ঋষভ পন্থকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। কারণ তাঁর দল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি তাঁর সতীর্থদের ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা হয়েছে। এর আগে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছিল গুজরাট জায়ান্টের অধিনায়ক শুবমন গিলকে।
গতকাল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কেকেআর। ২৭২ রান করে কে কে আর। নারিন, রাসেল, রঘুবংশী এবং রিঙ্কু সিংদের ঝোড়ো ইনিংসের সুবাদে স্কোরবোর্ডে ২৭২ রান তোলে কলকাতা নাইট রাইডার্স। জবাবে ব্যাট করতে নেমে ১৬৬ রানেই শেষ হয় দিল্লির ইনিংস। দিল্লির হয়ে বড় ইনিংস দেখা যায় ঋষভ পন্থ (৫৫ রান) এবং স্টাবসের (৫৪ রান) ব্যাট থেকে।
এই জয়ের সুবাদে পয়েন্ট টেবিলেও শীর্ষে উঠে এলো কে কে আর। তিন ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে শাহরুখ খানের দল। সম সংখ্যক পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রাজস্থান(রান রেটের নিরিখে দ্বিতীয় স্থানে)। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেন্নাই সুপার কিংস। ২ পয়েন্ট নিয়ে দিল্লি রয়েছে নবম স্থানে। এখনও একটিও ম্যাচ না জিতে দশম স্থানে আছে হার্দিক পাণ্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন