কলকাতায় এলেন ঋষভ পান্ত। সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোচ রিকি পন্টিং এবং ডিরেক্টর সৌরভ গাঙ্গুলির অধীনে বুধবার থেকে শুরু হয়েছে দিল্লি ক্যাপিটালসের অনুশীলন শিবির। আর সেই অনুশীলনে যোগ দিতে বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের ওই প্রস্তুতি শিবিরে যোগ দিলেন ভারতের উইকেটকিপার।
গত বছর ডিসেম্বরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পান্ত। মৃত্যুর মুখ থেকে ফেরেন। ফলে বহুদিন মাঠের বাইরে রয়েছেন। বিশ্বকাপেও নেই তিনি। তবে ধীরে ধীরে সেরে উঠছেন। ক্রিকেটে ফিরতে চাইছেন। বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালস টিম সকাল সকাল অনুশীলন শুরু করার পরে পান্ত আসেন সেখানে। এদিন যদিও অনুশীলন করেননি ঋষভ। পন্টিং এবং সৌরভের সঙ্গে অনেকক্ষণ কথা বলেন তিনি।
গত আইপিএলে পন্থকে পায়নি দিল্লি। ডেভিড ওয়ার্নার ক্যাপ্টেন্সি করেন। ১৪ ম্যাচের মাত্র পাঁচটিতে জয় পায় তারা । পয়েন্ট টেবিলের নবম স্থানে থেকে ২০২৩ আইপিএলে লিগ পর্ব শেষ করে দিল্লি ক্যাপিটালস। ২০২২ সালের আইপিএলেও শেষ চারে জায়গা করতে পারেনি দিল্লি। টানা ব্যর্থতায় সমালোচনার ঝড় উঠেছিল। বিশেষ করে টিম ম্যানেজমেন্ট নিয়ে।
সৌরভ গাঙ্গুলি, রিকি পন্টিং সহ একাধিক তারকাখচিত কোচিং স্টাফ দিল্লির চরম বিপর্যয় সামলাতে পারেনি। কোচ রিকি পন্টিংয়র ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচনা থেকে ছাড় পাননি ডিরেক্টর সৌরভ গাঙ্গুলিও। এবারে তাঁরা ভালো পারফরম্যান্স করতে মরিয়া। তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন