রবিবার আইপিএল-র ম্যাচে দিল্লির কাছে হারতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। অনেক দিন পর দর্শকরা ধোনির ব্যাট থেকে বিধ্বংসী ব্যাটিং-র সাক্ষী থাকলো। তবে দেড় বছর পর আইপিএল খেলতে নেমে মন জয় করে নিয়েছেন 'ধোনির শিষ্য' ঋষভ পন্থ। পন্থের ইনিংস দেখে মুগ্ধ হয়েছেন দিল্লির 'ডিরেক্টর অফ ক্রিকেট' সৌরভ গাঙ্গুলি।
গতকাল ঋষভ পন্থ ৩২ বলে ৫১ রানের মূল্যবান ইনিংস খেলেন। ৩টি ছয় এবং ৪টি চার মারেন তিনি। ম্যাচও জেতে দিল্লি ক্যাপিটালস। তারপর সোশ্যাল মিডিয়ায় সৌরভ গাঙ্গুলি লেখেন, 'খুবই ভালো খেলেছো ঋষভ পন্থ। সারাজীবন এই ইনিংস তোমার মনে থাকবে। দুরন্ত খেলাগুলির মধ্যে একটি খেলেছো তুমি এবং পরে এর থেকেও ভালো খেলবে। কিন্তু এই স্মৃতিটা তোমার সাথে চিরদিন রয়ে যাবে'।
ম্যাচ শেষে ঋষভ পন্থ বলেন, 'দেড় বছর ধরে ভাবছিলাম কবে আবার মাঠে নেমে আগের মতো খেলতে পারবো। প্রথম ম্যাচে একটু অসুবিধা হচ্ছিল। কিন্তু আস্তে আস্তে আবার আত্মবিশ্বাস ফিরে আসছে। আমি জানতাম যে আমি পারবো। যার কারণে দলের হয়ে রান করতে সফল হয়েছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে আমাকে অনেক সমর্থন করেছেন'।
গতকাল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দিল্লি। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৯১ রান করে পন্থের দল। জবাবে ব্যাট করতে নেমে ১৭১ রানে শেষ হয় চেন্নাইয়ের ইনিংস।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন