IPL 2024: আইপিএলের রাতে কলকাতায় স্পেশাল ট্রেন পূর্ব রেলের

People's Reporter: আগামী ২৬ এপ্রিল, ২৯ এপ্রিল এবং ১১ মে খেলা শেষ হবার পর বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হল। রাত ১১:৫০ মিনিটে একটি ১২ কোচের EMU ট্রেন প্রিন্সেপঘাট থেকে ছেড়ে বারাসাত পৌঁছবে রাত ১ টায়।
IPL 2024: আইপিএলের রাতে কলকাতায় স্পেশাল ট্রেন পূর্ব রেলের
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

রাতে IPL ম্যাচ দেখে বাড়ি ফেরা সত্যিই কষ্টের ব্যাপার। এবারে মেট্রো পরিষেবাও সব ম্যাচে দেওয়া হচ্ছে না। ট্যাক্সি বা অনলাইন ক্যাব যথেষ্ট বেশি দাম নিচ্ছে সুযোগ বুঝে। সরকারি বাস থাকলেও সেটা খুবই সামান্য। এই অবস্থায় পূর্ব রেল এগিয়ে এলো। আগামী ২৬ এপ্রিল, ২৯ এপ্রিল এবং ১১ মে খেলা শেষ হবার পর বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হল।

রাত ১১:৫০ মিনিটে একটি ১২ কোচের EMU ট্রেন প্রিন্সেপঘাট থেকে ছেড়ে বারাসাত পৌঁছবে রাত ১ টায়। এই ট্রেনটি প্রিন্সেপঘাট থেকে ছেড়ে ইডেন গার্ডেন্স, বিবাদি বাগ, বাগবাজার, কলকাতা, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি, মধ্যমগ্রাম হয়ে বারাসাত পৌঁছবে।

অপর একটি ১২ কোচের EMU ট্রেন মধ্যরাতে ১২:০২ মিনিটে বিবাদি বাগ থেকে ছেড়ে বারুইপুর পৌছবে রাত ১:৩২ মিনিটে। ট্রেনটি বিবাদি বাগ থেকে ছেড়ে ইডেন গার্ডেন্স, প্রিন্সেপঘাট, মাঝেরহাট, নিউ আলিপুর, বালিগঞ্জ, সোনারপুর হয়ে বারুইপুর পৌঁছবে।

ইডেনে আর তিনটে ম্যাচ বাকি। আগামী শুক্রবার কেকেআরের মুখোমুখি হবে পাঞ্জাব কিংস। সোমবার দিল্লী ক্যাপিটালস আর ১১ মে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে কেকেআর।

IPL 2024: আইপিএলের রাতে কলকাতায় স্পেশাল ট্রেন পূর্ব রেলের
Sunil Narine: আইপিএলে ভালো খেললেও দেশের জার্সিতে বিশ্বকাপ নয়, সাফ জানালেন নারিন
IPL 2024: আইপিএলের রাতে কলকাতায় স্পেশাল ট্রেন পূর্ব রেলের
ISL 2023-24: অতীত ভুলে কলিঙ্গ জয় চান বাগান কোচ হাবাস

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in