নিজেদের গড়া রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করলো সানরাইজার্স হায়দরাবাদ। সোমবার আরসিবির বিরুদ্ধে ২০ ওভারে ২৮৭ রান করে হায়দরাবাদ। যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া টি-২০-র সব ফরম্যাটে দ্বিতীয় সর্বাধিক রানের মালিক হলো আইপিএল-র এই ফ্রাঞ্চাইজি।
২০২৪ আইপিএল শুরু হতে না হতেই একাধিক রেকর্ড তৈরি হচ্ছে। গত ২৭ মার্চ মুম্বইয়ের বিরুদ্ধে ২৭৭ রান করে আইপিএল-র ইতিহাসে সর্বোচ্চ রান করেছিল হায়দরাবাদ। গতকাল ২৮৭ করে সেই রেকর্ডও ভাঙলো তারা। এছাড়া ফ্রাঞ্চাইজি হিসেবে সর্বোচ্চ রান করলো হায়দরাবাদ।
হায়দরাবাদের ব্যাটাররা শুরু থেকেই বিধ্বংসী খেলতে থাকেন। ট্রাভিস হেডের ব্যাট থেকে আসে ৪১ বলে ১০২ রান। হেনরিক ক্লাসেন করেন ৩১ বলে ৬৭ রান। মাত্র ১০ বলে ৩৭ রান করে সকলকে অবাক করে দেন আব্দুল সামাদ।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় আরসিবি। প্রথমে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ২৮৭ রান করে হায়দরাবাদ। জবাবে ব্যাট করতে নেমে ফাফ ডুপ্লেসি এবং বিরাট কোহলি শুরুটা ভালো করলেও ২৬২ রানে শেষ হয় তাঁদের ইনিংস।
এছাড়া আইপিএল-র ইতিহাসে দুটি দল মিলিয়ে সর্বাধিক রানও হয়েছে এই ম্যাচে। মুম্বই বনাম হায়দরাবাদ ম্যাচে মোট রান হয়েছিল ৫২৩। সেটাই ছিল সর্বোচ্চ। গতকাল ম্যাচে হয়েছ্যে ৫৪৯ রান। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে চেন্নাই বনাম রাজস্থান ম্যাচ (২০১০)। রান হয়েছিল ৪৬৯। চতুর্থ স্থানে ২০১৮ সালে পাঞ্জাব কিংস বনাম কে কে আর ম্যাচ। দুই দল মোট রান করেছিল ৪৫৯।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন