IPL 2024: হার্দিকের পাশে বিরাট, মুম্বই অধিনায়ককে উৎসাহ দিতে সমর্থকদের অনুরোধ কোহলির

People's Reporter: ম্যাচেই দেখা যায় মুম্বই সমর্থকদের একাংশ হার্দিকের বিরুদ্ধে কটাক্ষ করছেন। কোহলি তাঁদেরকে থামান আর মনে করিয়ে দেন যে হার্দিকও দেশের হয়ে খেলেন।
বিরাট কোহলি
বিরাট কোহলি ফাইল ছবি সংগৃহীত
Published on

হার্দিক পাণ্ডিয়ার পাশে দাঁড়ালেন বিরাট কোহলি। বৃহস্পতিবার ওয়ানখেড়ে স্টেডিয়ামে হার্দিকের উদ্দেশ্যে কটূক্তি করছিলেন মুম্বইয়ের সমর্থকরাই। যা থামানোর জন্য অনুরোধ করেন বিরাট।

রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে মুম্বইয়ের অধিনায়ক করার পর থেকেই হার্দিকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন সমর্থকরা। গতকাল ওয়ানখেড়ে স্টেডিয়ামে মুম্বই বনাম বেঙ্গালুরু ম্যাচ ছিল। ম্যাচ চলাকালীন দেখা যায় মুম্বই সমর্থকদের একাংশ হার্দিকের বিরুদ্ধে কটাক্ষ করছেন। কোহলি তাঁদেরকে থামান আর মনে করিয়ে দেন যে হার্দিকও দেশের হয়ে খেলেন। তারপরই স্টেডিয়ামে থাকা সমর্থকরা হার্দিক-হার্দিক করে চিৎকার করতে থাকেন। বিরাটের এই কাণ্ডের ভিডিও মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

তবে এই ধরণের কাজ বিরাটের এই প্রথম নয়। এর আগে ভারত বনাম অস্ট্রেলিয়ার একটি ম্যাচে স্টিভ স্মিথকে কটূক্তি করেছিলেন ভারতীয় সমর্থকরা। সেই সময় স্মিথের বিরুদ্ধে বল বিকৃত করার অভিযোগ উঠেছিল। মাঠেই সেই প্রসঙ্গ তুলে স্মিথকে আক্রমণ করতে থাকেন সমর্থকরা। বিরাট সমর্থকদের কটূক্তি বন্ধ করে স্মিথকে উৎসাহিত করার জন্য অনুরোধ করেছিলেন। এমনকি স্মিথের কাছে সমর্থকদের হয়ে ক্ষমাও চেয়েছিলেন কোহলি।

গতকাল ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন হার্দিকে পাণ্ডিয়া। প্রথমে ব্যাট করে ১৯৬ রান তোলে আরসিবি। দীনেশ কার্তিক, ডু প্লেসিস এবং রজত পতিদারের ব্যাট থেকে আসে অনবদ্য ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ১৫.৩ ওভারেই ১৯৯ রান করে ম্যাচ জিতে নেয় মুম্বই। ম্যাচের সেরা হন জসপ্রীত বুমরাহ। ৪ ওভার বলে করে ২১ রান দিয়ে ৫ উইকেট নেন তারকা পেসার।

বিরাট কোহলি
ISL 2023-24: বেঙ্গালুরুকে হারিয়ে লিগ শিল্ডের আরও কাছে মোহনবাগান!
বিরাট কোহলি
UEFA Champions League: বার্সার কাছে হার PSG-র, ডর্টমুন্ডকে রুখলো অ্যাটলেটিকো

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in