IPL 2024: স্বপ্নভঙ্গের রাতেও প্রথম ব্যাটার হিসেবে নজির বিরাটের!

People's Reporter: এর আগে প্রথম ব্যাটার হিসেবে ৪০০০, ৬০০০ ও ৭০০০ রানের গণ্ডি টপকে ছিলেন কোহলি। বিরাটের বর্তমান রান ২৪৪ ইনিংসে ৮০০৪।
বিরাট কোহলি
বিরাট কোহলিছবি - আরসিবির ফেসবুক পেজ
Published on

ফের একবার আইপিএল ট্রফি জয়ের আশা শেষ হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। তবে স্বপ্নভঙ্গের রাতেও নজির গড়লেন বিরাট কোহলি। আইপিএল-র প্রথম ব্যাটার হিসেবে ৮০০০ রানের মাইল ফলক স্পর্শ করলেন কিং কোহলি।

ম্যাচের ফলাফল যাই হোক কোহলিকে রেকর্ড গড়া থেকে কেউ আটকাতে পারবেনা। বুধবার টুর্নামেন্টের এলিমিনেটরে রাজস্থানের মুখোমুখি হয়েছিল আরসিবি। প্রথমে ব্যাট করতে নেমে কোহলি ৩৩ রানে আউট হয়ে ফিরে যান। এই রানের সাথেই তিনি আইপিএলে ৮০০০ রানও করে ফেললেন। এর আগে প্রথম ব্যাটার হিসেবে ৪০০০, ৬০০০ ও ৭০০০ রানের গণ্ডি টপকে ছিলেন কোহলি। বিরাটের বর্তমান রান ২৪৪ ইনিংসে ৮০০৪।

কোহলির পরেই রয়েছেন শিখর ধাওয়ান। তিনি ২২১ ইনিংসে ৬৭৬৯ রান। তৃতীয় স্থানে আছেন রোহিত শর্মা। তিনি ২৫২ ইনিংসে 'হিটম্যান' করেছেন ৬৬২৮ রান। ১৮৪ ইনিংসে ৬৫৬৫ রান করে চতুর্থ স্থানে ডেভিড ওয়ার্নার। পঞ্চম স্থানে আছেন সুরেশ রায়না। ২০০ ইনিংসে ৫৫২৮ রান রয়েছে তাঁর। মহেন্দ্র সিং ধোনি রয়েছেন ষষ্ঠ স্থানে। তিনি ২২৯ ইনিংসে করেছেন ৫২৪৩ রান।

উল্লেখ্য, আইপিএল-এ প্রথম ব্যাটার হিসেবে ১০০০ রান করেছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। প্রথম ব্যাটার হিসেবে ২০০০, ৩০০০ এবং ৫০০০ রান করেছিলেন সুরেশ রায়না।

বিরাট কোহলি
East Bengal: ইমামি নয়, ইস্টবেঙ্গলের মহিলা দলের দায়িত্ব নেবে শ্রাচি!
বিরাট কোহলি
UEFA Europa League: লুকম্যানের হ্যাট্রিকে স্বপ্নের দৌড় থামলো লেভারকুসেনের! চ্যাম্পিয়ন আটালান্টা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in