আইপিএলের মজাই এটা। আজ এখানে তো কালকে ওখানে। যেমন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স। অনেক বেশি দামে কলকাতা নাইট রাইডার্স দলে গত কয়েক বছর খেলেন। ক্যাপ্টেন্সি করেন। তবে দলকে সাফল্য দিতে পারেননি।
কামিন্স এখন সানরাইজার্স হায়দরাবাদে। আর বিপক্ষ তথা তাঁর প্রাক্তন দলে (কলকাতা নাইট রাইডার্স) সতীর্থ মিচেল-স্টার্ক। কামিন্স আর স্টার্ক দ্বৈরথ দেখার অপেক্ষায় শনিবারের ইডেন।
ইডেনে নামার আগে সানরাইজার্স অধিনায়ক কামিন্স বলেন, "অনেকদিন পরে ইডেনে এসে ভালো লাগছে। এখানকার ড্রেসিংরুম আর পরিবেশ খুব চেনা আমার। আশা করছি আমাকে স্টার্কির বল খেলতে হবে না। একইসঙ্গে ওকেও আমার বল খেলতে হবে না। স্টার্কি কত বড় মনের বোলার সেটা বলার অপেক্ষা রাখে না। তবে বিপক্ষ দলের অধিনায়ক হিসেবে স্টার্কিকে কেমনভাবে খেলতে হবে সেই পরামর্শ প্লেয়ারদের দিতে পারি। স্টার্কিকে শুধু হ্যালো বলতে চাই।'
এছাড়া তিনি বলেন, 'কেকেআর দলের সঙ্গে আমি পরিচিত। আর ইডেনের উইকেট পেসারদের সহায়ক। এখান থেকে বাউন্সের সাহায্য পাবো। আমাদের যা বোলিং অ্যাটাক, তাতে ভালোই হবে। আমি ছাড়াও ভুবনেশ্বর কুমার, উমরান মালিক আছে দলে'।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন