IPL 2024: ১২ বছর পর ট্রফির স্বপ্ন, ফাইনালে উঠে কী বললেন নাইট অধিনায়ক শ্রেয়স?

People's Reporter: ম্যাচ জিতে শ্রেয়স বলেন, প্রত্যেক বোলার নিজের কাজটা করেছে। সবাই দারুণ বল করেছে। এমনকি যখন বিপক্ষের রানরেট বেড়ে গিয়েছিল, তখনও আমরা নিয়মিত উইকেট তুলে নিয়েছি।
আইপিএল-র ফাইনালে কলকাতা নাইট রাইডার্স
আইপিএল-র ফাইনালে কলকাতা নাইট রাইডার্সছবি - কে কে আরের ফেসবুক পেজ
Published on

১২ বছর পর মেন্টর গম্ভীরের হাত ধরে আবারও আইপিএল জেতার স্বপ্ন দেখছে কলকাতা নাইট রাইডার্স। ৩৮ বল‌ বাকি থাকতেই ৮ উইকেটের বিরাট ব্যবধানে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে উঠেছে নাইট বাহিনী। বড়ো ব্যবধানে জিতে নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ারও খুব খুশি।

ম্যাচ জিতে শ্রেয়স বলেন, 'প্রত্যেক বোলার নিজের কাজ করেছে। সবাই দারুণ বল করেছে। এমনকি যখন বিপক্ষের রানরেট বেড়ে গিয়েছিল, তখনও আমরা নিয়মিত উইকেট তুলে নিয়েছি। সবার মনোভাব ইতিবাচক ছিল। আমাদের দলে বৈচিত্র আছে। ম্যাচটাকে কেউ হালকা ভাবে নেয়নি।'

তিনি আরও জানান, 'সাপোর্ট স্টাফ এবং ম্যানেজমেন্টের ভূমিকাও খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এক রাজ্য থেকে আর এক রাজ্যে ঘুরতে হয়েছে। অথচ খেলার সুযোগ হয়নি। একটু কঠিনই ছিল এই ব্যাপারটা। অযথা ভেবে নিজেদের চাপে ফেলতে চাইনি। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। যতটা বেশি সম্ভব কাজে লাগানোর চেষ্টা করেছি। এখন ফাইনাল নিয়ে ভাবছি শুধু।'

মঙ্গলবার মাঠে ছিলেন নাইট কর্তা শাহরুখ খান। ম্যাচের শেষে 'কিং খান' গোটা নরেন্দ্র মোদী স্টেডিয়াম পরিদর্শন করেন। ছেলে-মেয়েদের নিয়ে ভিকট্রি ল্যাপ দিলেন। ফাইনালেও মাঠে থাকবেন কিং খান। যদি ২০১২ আর ২০১৪-র ছবি ফের দেখা যায় অবাক হওয়ার কিছুই থাকবে না।

আইপিএল-র ফাইনালে কলকাতা নাইট রাইডার্স
Bengal Pro League: বেঙ্গল প্রো টি-২০ লিগ কোথায় দেখতে পাবেন জানেন?
আইপিএল-র ফাইনালে কলকাতা নাইট রাইডার্স
Sunil Chhetri: সুনীলের বিদায়ী ম্যাচ স্মরণীয় করতে চান স্টিমাচ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in