IPL 2024: প্রথম ভারতীয় হিসেবে টি-২০ ফরম্যাটে নজির যুজবেন্দ্র চাহালের!

People's Reporter: মঙ্গলবার ৩০১ তম টি-২০ ম্যাচ খেলতে নেমেছিলেন চাহাল। ঋষভ পন্থকে আউট করে ৩৫০ উইকেটের মালিক হন তিনি।
যুজবেন্দ্র চাহাল
যুজবেন্দ্র চাহালফাইল চিত্র
Published on

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-২০ ফরম্যাটে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন যুজবেন্দ্র চাহাল। এছাড়া পঞ্চম স্পিনার হিসেবেও এই কীর্তি গড়েছেন তিনি।

আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতের ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল। এবার প্রথম ভারতীয় হিসেবে নজির গড়লেন তিনি। মঙ্গলবার ৩০১ তম টি-২০ ম্যাচ খেলতে নেমেছিলেন চাহাল। ঋষভ পন্থকে আউট করে ৩৫০ উইকেটের মালিক হন তিনি।

গতকাল দিল্লির বিরুদ্ধে ১৪ তম ওভারে বল করতে এসেছিলেন রাজস্থানের স্পিনার যুজবেন্দ্র চাহাল। সেই সময় ব্যাট করছিলেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। চাহালের বল তুলে মারতে গিয়ে নিজের ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। ক্যাচ ধরেন ট্রেন্ট বোল্ট। ওই উইকেটটিই ছিল চাহালের ৩৫০ তম উইকেট।

টি-২০ ফরম্যাটে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় শীর্ষে আছেন ক্যারিবিয়ান স্টার ডিজে ব্রাভো। ৫৭৩ ম্যাচে ৬২৫টি উইকেট নিইয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন আফগান স্পিনার রাশিদ খান। ৪২৪ ম্যাচে ৫৭২টি উইকেট রয়েছে তাঁর। ৫০৯ ম্যাচে ৫৪৯ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন সুনীল নারিন।

স্পিনার হিসেবে পঞ্চম স্থানে আছেন চাহাল। তাঁর আগে আছেন ইমরান তাহির (৫০২টি উইকেট) এবং বাংলাদেশের সাকিব-আল হাসান (৪৮২ উইকেট)।

চলতি আইপিএল-এ পার্পেল ক্যাপের দৌড়েও রয়েছেন এই তারকা স্পিনার। এখনও পর্যন্ত ১৪টি উইকেট নিয়েছেন তিনি। তালিকায় ১২ নম্বর স্থানে থাকলেও সমসংখ্যক উইকেট রয়েছে আরও ৫ বোলারের। ১৮টি উইকেট নিয়ে প্রথমে আছেন জসপ্রীত বুমরাহ। ১৭টি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে হার্শাল প্যাটেল। ১৬টি উইকেট নিয়ে তৃতীয় স্থানে কেকেআরের বরুণ চক্রবর্তী। ১৫টি উইকেট নেওয়ার তালিকায় ৩ জন (নটরাজন, আর্শদীপ সিং এবং মুকেশ কুমার)।

যুজবেন্দ্র চাহাল
বিশ্বকাপ কোয়ালিফাইয়ের দ্বিতীয় দল ঘোষণা ভারতের, মুম্বইয়ের ৭ ফুটবলার, বাগানের কত জনের সুযোগ হলো?
যুজবেন্দ্র চাহাল
Sourav Ganguly: 'কেরিয়ার সবে শুরু...' - বিশ্বকাপে রিঙ্কুর সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুললেন সৌরভ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in