২০২৫ আইপিএল নিলামে মোট ৮১ জন প্লেয়ারের বেস প্রাইস বা রিজার্ভ প্রাইস রাখা হয়েছে ২ কোটি। যার মধ্যে বাংলাদেশের একমাত্র প্লেয়ার হিসেবে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। এছাড়া ৩ জন বাংলাদেশী ক্রিকেটারের বেস প্রাইস রাখা হয়েছে ১ কোটি এবং ৮ জন বাংলাদেশের ক্রিকেটারের বেস প্রাইস ৭৫ লাখ।
আর ৬ দিন পর আইপিএল-র মেগা নিলাম অনুষ্ঠিত হবে সৌদি আরবে। বাংলাদেশ থেকে নিলামে উঠবেন ১২ জন প্লেয়ার। যার মধ্যে মুস্তাফিজুর রহমনের বেস প্রাইস সর্বোচ্চ। তাঁর বেস প্রাইস রাখা হয়েছে ২ কোটি। এখনও পর্যন্ত আইপিএল-এ হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাইয়ের হয়ে খেলেছেন তিনি। এই মরসুমে চেন্নাই তাঁকে রিটেন করেনি।
তাসকিন আহমেদ, সাকিব আল হাসান এবং মেহিদি হাসান মিরাজের বেস প্রাইস রাখা হয়েছে ১ কোটি টাকা। সাকিবের আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে। হায়দরাবাদ এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন তিনি। তাঁরও বেস প্রাইস ১ কোটি টাকা। এছাড়া বাংলাদেশের আরেক অলরাউন্ডার মেহিদি হাসান মিরাজেরও বেস প্রাইস ১ কোটি।
আইপিএল-এ একমাত্র কেকেআরের হয়ে খেলেছিলেন লিটন দাস। তাঁর বেস প্রাইস রাখা হয়েছে ৭৫ লাখ টাকা। তাছাড়া তৌহিদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাহিদ রানা, মেহদি হাসান এবং রিশাদ হোসেনের বেস প্রাইস রাখা হয়েছে ৭৫ লাখ টাকা।
প্রসঙ্গত, আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় টাটা আইপিএল ২০২৫-র মেগা নিলাম অনুষ্ঠিত হবে। এবার ভারতীয় ও বিদেশি মিলিয়ে মোট ১৫৭৪ জন প্লেয়ার নিলামে ওঠার জন্য নাম রেজিস্টার করিয়েছিলেন। তার মধ্যে বাছাই করে ৫৭৪ জনের তালিকা চূড়ান্ত করেছে বিসিসিআই।
৫৭৪ জন প্লেয়ারের মধ্যে ৩৬৬ জন ভারতীয় এবং ২০৮ জন বিদেশি রয়েছে। যার মধ্যে ৩ জন সহযোগী দেশের প্লেয়ারও রয়েছেন। ৩১৮ জন ভারতীয় আনক্যাপড এবং ১২ জন বিদেশি আনক্যাপড প্লেয়ার অংশ নেবেন নিলামে। ১৯৩ জন ক্যাপড বিদেশি প্লেয়ার এবং ৪৮ জন ভারতীয় ক্যাপড প্লেয়ার নিলামে উঠবেন।
মোট ৮১ জন প্লেয়ারের রিজার্ভ প্রাইস রাখা হয়েছে ২ কোটি টাকা। ২৭ জন প্লেয়ারের রিজার্ভ প্রাইস ১.৫ কোটি, ১৮ জনের মূল্য ১.২৫ কোটি, ২৩ জনের রিজার্ভ প্রাইস ১ কোটি, ৯২ জনের মূল্য ৭৫ কোটি, ৮ জনের মূল্য ৫০ লক্ষ টাকা, ৫ জনের মূল্য ৪০ লক্ষ টাকা এবং ৩২০ জন ক্রিকেটারের রিজার্ভ প্রাইস রাখা হয়েছে ৩০ লক্ষ টাকা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন