IPL 2025: ঋষভ থেকে যুজবেন্দ্র চাহাল, এবারের আইপিএল-র নিলামে নজর কাড়তে পারেন এই ভারতীয় তারকারা

People's Reporter: আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় টাটা আইপিএল ২০২৫-র মেগা নিলাম অনুষ্ঠিত হবে।
IPL 2025: ঋষভ থেকে যুজবেন্দ্র চাহাল, এবারের আইপিএল-র নিলামে নজর কাড়তে পারেন এই ভারতীয় তারকারা
ছবি বিসিসিআই ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

চলতি মাসের শেষেই ২০২৫ আইপিএল-র মেগা নিলাম। এবার একাধিক ভারতীয় তারকা ক্রিকেটার উঠছে নিলামে। সেই তালিকায় মহম্মদ শামি থেকে শুরু করে কে এল রাহুল সহ অনেকেই আছেন। এই সকল তারকাদের জন্য রীতিমতো টাকার ঝুলি নিয়ে বসে আছে ফ্র্যাঞ্চাইজিগুলি। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন ভারতীয় তারকা ব্যাটার এবারে নিলামে উঠছে -

যুজবেন্দ্র চাহাল -

এবারে নিলামে উঠছেন যুজবেন্দ্র চাহাল। আইপিএল-র ইতিহাসে তিনি সর্বাধিক উইকেটের মালিক। রাজস্থানের হয়ে শেষ মরসুম খেলেছেন। এবারে তাঁকে রাখেনি উত্তর-পশ্চিম ভারতের এই ফ্র্যাঞ্চাইজি।

ঋষভ পন্থ -

দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিয়েছে ঋষভকে। ঋষভকে কোন দলে দেখা যাবে সেদিকে সকলেই তাকিয়ে রয়েছে। শোনা যাচ্ছে ঋষভের জন্য পাঞ্জাব, কলকাতা অথবা লখনউ ঝাঁপাতে পারে।

মহম্মদ শামি -

বেশ কয়েক মাস ধরে চোটের কবলে রয়েছেন শামি। যদিও নিজেকে কার্যত ফিট বলেই দাবি করছেন ভারতের এই তারকা পেসার। শেষ মরসুম খেলেছিলেন গুজরাট টাইটান্সের হয়ে।

ঈশান কিষাণ -

মুম্বই ঈশানকে রিটেন করেনি। ফলে তিনিও নিলামে উঠতে চলেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একাধিক ম্যাচে দুরন্ত পারফর্ম করেছেন তিনি। কোন দল এবার তাঁর জন্য ঝাঁপায় সেটাই দেখার।

কে এল রাহুল -

লখনউ সুপার জায়ান্টে শেষ মরসুম খেলেছিলেন তিনি। তাঁকে নিয়ে এবং লখনউয়ের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার মধ্যে একাধিক বিতর্কও সৃষ্টি হয়েছিল। এই বছরও নাকি তাঁকে দলে রাখতে চেয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। কিন্তু রাহুল থাকতে রাজি হননি।

মহম্মদ সিরাজ -

আরও এক ভারতীয় তারকার দিকে নজর রয়েছে অনেকের। তিনি হলেন মহম্মদ সিরাজ। আরসিবি এই তারকা পেসারকে রিটেন করেনি। সম্প্রতি খুব একটা ভালো ফর্মে নেই সিরাজ। সেদিক থেকে বিচার করে কোন দল তাঁকে নেয় সেটাও দেখার।

এছাড়া শ্রেয়স আইয়ার, শার্দূল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার এবং আর্শদীপ সিং-র মতো তারকা ক্রিকেটাররাও নিলামে উঠবেন। তাঁদেরকে কোন ফ্র্যাঞ্চাইজি নেয় সকলে সেটার দিকেই তাকিয়ে।

উল্লেখ্য, আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় টাটা আইপিএল ২০২৫-র মেগা নিলাম অনুষ্ঠিত হবে। এবার ভারতীয় ও বিদেশি মিলিয়ে মোট ১৫৭৪ জন প্লেয়ার নিলামে উঠবেন। যার মধ্যে ভারতীয় প্লেয়ার রয়েছেন ১১৬৫ জন এবং বিদেশি ৪০৯ জন। ৩২০ জন ক্যাপড প্লেয়ার অর্থাৎ যাঁরা আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ১২২৪ জন প্লেয়ার আন্তর্জাতিক ম্যাচ খেলেননি (আনক্যাপড)। ৩০ জন অ্যাসোসিয়েট দেশের প্লেয়ার।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in