IPL 2025: ৫৫ লাখ থেকে একলাফে ১৩ কোটি! KKR-র সাথে ৬ বছরের সম্পর্ক অটুট থাকলো রিঙ্কুর

People's Reporter: গতকাল অর্থাৎ বৃহস্পতিবার আইপিএল-র রিটেনশন ছিল। তাতে ৫৫ লক্ষ দিয়ে কেনা রিঙ্কু সিংকে ১৩ কোটি দাম দিয়ে রেখে দিল কেকেআর ম্যানেজমেন্ট।
রিঙ্কু সিং
রিঙ্কু সিংছবি - রিঙ্কু সিং-র ফেসবুক পেজ
Published on

২০২৫ আইপিএল-র জন্য দল সাজাতে ব্যস্ত হয়ে উঠেছে ১০ ফ্রাঞ্চাইজি। কলকাতা নাইট রাইডার্সও নিজেদের ঘুঁটি সাজাচ্ছে। রিঙ্কু সহ ৬ জনকে রিটেন অর্থাৎ দলে রেখেছে কেকেআর।

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার আইপিএল-র রিটেনশন ছিল। তাতে ৫৫ লক্ষ দিয়ে কেনা রিঙ্কু সিংকে ১৩ কোটি দাম দিয়ে রেখে দিল কেকেআর ম্যানেজমেন্ট। রূপকথার গল্পের মতো বললেও যা কম হয়ে যায়। কলকাতা নাইট রাইডার্সের এই সিদ্ধান্তের পর সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে শাহরুখ খানের 'ওম শান্তি ওম' সিনেমার একটি সংলাপ লেখেন রিঙ্কু। লেখেন, "হামারি প্রেম কাহানি তো আভি ব্যস শুরু হুই হ্যা। পিকচার অভি বাকি হ্যা মেরে দোস্তো"।

শুধু রিঙ্কু সিং নন, কেকেআরের রিটেনশনের তালিকায় রয়েছেন আরও ৫ প্লেয়ার। সুনীল নারিনকে ১২ কোটি, আন্দ্রে রাসেলকে ১২ কোটি, বরুণ চক্রবর্তীকে ১২ কোটি, রমনদীপ সিং (আনক্যাপড) ৪ কোটি, হর্ষিত রানাকে (আনক্যাপড) ৪ কোটিতে রিটেনশন করেছে কেকেআর।

পাশাপাশি ৫ জন তারকা প্লেয়ারকে ছেড়ে দিয়েছে কলকাতা। সেই তালিকায় রয়েছে শ্রেয়স আইয়ার, মিচেল স্টার্ক, ফিল সল্ট, নীতিশ রানা এবং ভেঙ্কটেশ আইয়ার।

উল্লেখ্য, ১২০ কোটি টাকার মধ্যে কলকাতা নাইট রাইডার্সের খরচ হয়েছে ৬৯ কোটি টাকা। হাতে এখনও রয়েছে ৫১ কোটি টাকা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in