২০২৫ আইপিএল-র জন্য সব দলই বেশ কয়েকজন তারকা প্লেয়ারকে রিটেন করেনি। তাঁরা সকলেই নিলামে উঠবেন। নিলাম থেকেই ঠিক হবে কে কোন দলে খেলবেন। এই তালিকায় শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ থেকে শুরু করে মিচেল স্টার্ক, জনি বেয়ারস্টো সহ আরও অনেকেই রয়েছেন।
আগামী বছর আইপিএল-এ দলবদল হবে বহু তারকা প্লেয়ারের। তা গতকালের রিটেনশন থেকেই স্পষ্ট হয়ে গেল। একনজরে বিভিন্ন দলের রিটনশন করা প্লেয়ার এবং বাদ পড়া তারকা প্লেয়ারদের নাম দেখা যাক -
কলকাতা নাইট রাইডার্স -
রিটেন করা প্লেয়ার - রিঙ্কু সিং (১৩ কোটি), সুনীল নারিন (১২ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি, বরুণ চক্রবর্তী (১২ কোটি), রমনদীপ সিং (৪ কোটি), হর্ষিত রানা (৪ কোটি)
বাদ পড়লেন - শ্রেয়াস আইয়ার, মিচেল স্টার্ক, ফিল সল্ট, নীতিশ রানা এবং ভেঙ্কটেশ আইয়ার।
চেন্নাই সুপার কিংস -
রিটেন করা প্লেয়ার - রুতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি), রবীন্দ্র জাদেজা (১৮ কোটি), মাথিশা পাথিরানা (১৩ কোটি, শিবম দুবে (১২ কোটি), মহেন্দ্র সিং ধোনি (৪ কোটি)।
বাদ পড়লেন - ডেভন কনওয়ে, দীপক চাহার, রাচীন রবীন্দ্র, শার্দুল ঠাকুর। তুষার দেশপাণ্ডে এবং মুস্তাফিজুর রহমান।
গুজরাট টাইটান্স -
রিটেন করা প্লেয়ার - রাশিদ খান (১৮ কোটি), শুবমন গিল (১৬.৫০ কোটি), সাই সুদর্শন (৮.৫ কোটি), রাহুল তেওয়াটিয়া (৪ কোটি), শাহরুখ খান (৪ কোটি)।
বাদ পড়লেন - মহম্মদ শামি এবং ডেভিড মিলারের মতো প্লেয়ারকে ছেড়ে দিয়েছে তারা।
রয়্যাল চ্যালঞ্জার্স বেঙ্গালুরু -
রিটেন করা প্লেয়ার - বিরাট কোহলি (২১ কোটি), রজত পাতিদার (১১ কোটি) এবং যশ দয়াল (৫ কোটি)
বাদ পড়লেন - গ্লেন ম্যাক্সওয়েল, মহম্মদ সিরাজ, ফ্যাফ ডুপ্লেসি এবং ক্যামেরন গ্রিন
রাজস্থান রয়্যালস -
রিটেন করা প্লেয়ার - সঞ্জু স্যামসন (১৮ কোটি), যশস্বী জয়সওয়াল (১৮ কোটি), রিয়ান পরাগ (১৪ কোটি), ধ্রুব জুড়েল (১৪ কোটি), সিমরন হেটমায়ার (১১ কোটি) এবং সন্দীপ শর্মা (৪ কোটি)।
বাদ পড়লেন - যুজবেন্দ্র চাহাল, জস বাটলার, ট্রেন্ট বোল্ট এবং রবিচন্দ্রন অশ্বিন।
সানরাইজার্স হায়দরাবাদ -
রিটেন করা প্লেয়ার - হেনরি ক্লাসেন (২৩ কোটি), প্যাট কামিন্স (১৮ কোটি), অভিষেক শর্মা (১৪ কোটি), ট্রাভিস হেড (১৪ কোটি) এবং নীতিশ কুমার রেড্ডি (৬ কোটি)।
বাদ পড়লেন - ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার
লখনউ সুপার জায়ান্ট -
রিটেন করা প্লেয়ার - নিকোলাস পুরান (২১ কোটি) রবি বিষ্ণোই (১১ কোটি), মায়াঙ্ক যাদব (১১ কোটি), মহসিন খান (৪ কোটি) এবং আয়ুস বদোনি (৪ কোটি)।
বাদ পড়লেন - কে এল রাহুল, মার্কাস স্টোয়নিস, কুইন্টন ডি'কক এবং ক্রুণাল পাণ্ডিয়া।
দিল্লি ক্যাপিটালস -
রিটেন করা প্লেয়ার - অক্ষর প্যাটেল (১৬.৫ কোটি), কুলদীপ যাদব (১৩.২৫ কোটি), ট্রিস্টাআন স্টাবস (১০ কোটি) এবং অভিষেক পোড়েল (৪ কোটি)
বাদ পড়লেন - ঋষব পন্থ, ডেবিড ওয়ার্নার এবং অনরিখ নখিয়া।
মুম্বই ইন্ডিয়ান্স -
রিটেন করা প্লেয়ার - জসপ্রীত বুমরাহ (১৮ কোটি), সূর্য কুমার যাদব (১৬.৩৫ কোটি) হার্দিক পাণ্ডিয়া (১৬.৩৫ কোটি), রোহিত শর্মা (১৬.৩০ কোটি) এবং তিলক বর্মা (৮ কোটি)
বাদ পড়লেন - ঈশান কিষান এবং টিম ডেভিড।
পাঞ্জাব কিংস -
রিটেন করা প্লেয়ার - শশাঙ্ক সিং (৫.৫ কোটি) এবং প্রভসিমরন সিং (৪ কোটি)।
বাদ পড়লেন - আর্শদীপ সিং, স্যাম কারেন, জনি বেয়ারস্টো এবং হর্ষল প্যাটেল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন