IPL: জেশন রয়ের বদলি হিসেবে গুজরাট টাইটানসে আসতে চলেছেন মারকুটে ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ

নিলামের পরেই ধাক্কা খায় গুজরাট টাইটানস। দু'কোটি টাকায় ইংল্যান্ডের আগ্রাসী ওপেনার জেশন রয়কে দলে নিয়েছিল এই দল। তবে টুর্নামেন্ট শুরুর আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে IPL থেকে সরে দাঁড়ান এই ক্রিকেটার।
আফগান খেলোয়াড় রহমানুল্লাহ গুরবাজ
আফগান খেলোয়াড় রহমানুল্লাহ গুরবাজফাইল ছবি রহমানুল্লাহ গুরবাজ-এর ট্যুইটার-এর সৌজন্যে
Published on

নিলামের পরপরই বড় ধাক্কা খায় গুজরাট টাইটানস। আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট দু কোটি টাকার অঙ্কে ইংল্যান্ডের আগ্রাসী ওপেনার জেশন রয়কে দলে নিয়েছিলো। তবে টুর্নামেন্ট শুরুর আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে দাঁড়ান ইংলিশ ক্রিকেটার। যার ফলে গুজরাট শিবিরকে স্বাভাবিক ভাবেই বেশ সমস্যায় পড়তে হয়। তাদের প্রাথমিক পরিকল্পনায় ব্যাঘাত ঘটে। তবে এবার রয়ের পরিবর্ত খুঁজে নিয়েছে গুজরাট। সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই আসতে পারে অফিসিয়ালি ঘোষণা।

জানা গিয়েছে ইংলিশ ওপেনার জেশন রয়ের পরিবর্ত হিসেবে আফগানিস্তানের মারকুটে ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকে দলে নিতে চলেছে গুজরাট টাইটানস। যদিও গুজরাট ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে সরকারিভাবে এখনও কোনো জানানো হয়নি। তবে সোশ্যাল মিডিয়াতে আফগান উইকেট কিপার ব্যাটার নিজেই ইঙ্গিত দিয়েছেন এব্যাপারে।

আফগানিস্তানের তরুণ তারকা গুরবাজের ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘরোয়া লীগ খেলে বেড়াচ্ছেন। আগ্রাসী ব্যাটিংএর জন্য পরিচিত মুখ তিনি। দেশের জার্সিতে এখনও পর্যন্ত মোট ৯ টি ওডিআই এবং ২০ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন গুরবাজ।

একনজরে দেখে নেওয়া যাক আসন্ন টুর্নামেন্টের জন্য কেমন দল সাজিয়েছে গুজরাট টাইটানস:

রিটেন করা ক্রিকেটার- হার্দিক পাণ্ডিয়া, রশিদ খান, শুবমন গিল।

নিলামে কেনা ক্রিকেটার- জেশন রয়(খেলবেন না), অভিনব মনোহর, আলজারি জোসেফ, দর্শন নালকাণ্ডে, ডেভিড মিলার, ডমিনিক ড্রেকস, ঋদ্ধিমান সাহা, গুরকিরত সিং মান, জয়ন্ত যাদব, লকি ফার্গুসন, ম্যাথু ওয়েড, মহম্মদ শামি, নূর আহমেদ, রাহুল তেওয়াটিয়া, রবিশ্রীনিবাসন কিশোর, বিজয় শংকর, প্রদীপ সাঙ্গওয়ান, যশ দয়াল, সাই সুদর্শন, বরুণ অ্যারন।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in