আনন্দের শহর কলকাতায় আজ ও কাল হতে চলেছে আইপিএলের দুটি প্লে-অফ ম্যাচ। যার জন্য শহরে রাত ১২ টা পর্যন্ত চালু থাকবে মেট্রো পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে শহরবাসীর যাতে যাতায়াতে অসুবিধা না হয় সেইদিকে নজর রেখেই এই সিদ্ধান্ত।
করোনা মহামারীর জন্য চলতি মরসুমে আইপিএলের সমস্ত ম্যাচগুলি আরব সাগরের তীরে সীমাবদ্ধ ছিল। তবে প্লে-অফে তার কিছুটা পরিবর্তন হয়েছে। কলকাতার ইডেন গার্ডেনস দায়িত্ব পেয়েছে সেই দুটি প্লে-অফ অনুষ্ঠিত করার। মেট্রোর তরফ থেকে গতকাল বিজ্ঞপ্তি জারি করে বলা হয় রাত ১২ টায় এসপ্ল্যানেড থেকে শেষ মেট্রোটি ছাড়া হবে। মধ্যরাতেও টোকেন পরিষেবা চালু থাকবে। যাত্রীরা স্মার্ট কার্ডের মাধ্যমেও যাতায়াত করতে পারবেন।
মেট্রোর তরফ থেকে থেকে আরও জানানো হয় এসপ্ল্যানেড থেকে রাতে একটি মেট্রো কবি সুভাষের দিকে রওনা দেবে আর অন্যটি যাবে দক্ষিণেশ্বর।
প্রসঙ্গত উল্লেখ্য, আজ ইডেনে মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালস। আগামীকাল ২২ গজের লড়াইয়ে সম্মুখীন হবে লখনউ ও বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স। বলে রাখা ভালো এবারের আইপিএলে ধোনীর চেন্নাইকে হারিয়ে অভিযান শুরু করলেও পরে কলকাতাকে বিদায় নিতে হয়। তবে কলকাতায় হওয়া দুটো প্লে-অফ ম্যাচের সাক্ষী থেকে সেই বেদনায় কিছুটা হলেও মলম লাগাতে পারবেন কেকেআর সমর্থকরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন