IPL: বিরাট, ম্যাক্সওয়েল, সিরাজকে ধরে রাখলেও আরসিবি থেকে বিদায় যুজবেন্দ্র চাহালের

বিরাট কোহলিকে ১৫ কোটি, গ্লেন ম্যাক্সওয়েলকে ১১ কোটি এবং মহম্মদ সিরাজকে ৭ কোটি টাকায় ধরে রেখেছে ব্যাঙ্গালোর। তবে ফ্র্যাঞ্চাইজি দলটি তাদের সফলতম বোলার যুজবেন্দ্র চাহালকে রাখেনি।
যুজবেন্দ্র চাহাল
যুজবেন্দ্র চাহালফাইল ছবি ট্যুইটারের সৌজন্যে
Published on

আইপিএলের নতুন মরশুমের নিলামের আগে তিনজন খেলোয়াড়কে দলে রেখে দিলো রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে ১৫ কোটি টাকায়, গ্লেন ম্যাক্সওয়েলকে ১১ কোটি টাকায় এবং মহম্মদ সিরাজকে ৭ কোটি টাকায় ধরে রেখেছে ব্যাঙ্গালোর। সিরাজকে ধরে রাখলেও ফ্র্যাঞ্চাইজি দলটি তাদের সফলতম বোলার যুজবেন্দ্র চাহালকে রাখেনি। যা নিয়ে আইপিএল মহলে বেশ চর্চা শুরু হয়েছে। যুজিকে ধরে না রাখার জন্য বেশ অবাক হয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। এ বিষয়ে কথাও বলেছেন আইপিএলের এই নিয়মিত ধারাভাষ্যকার।

যুজবেন্দ্র চাহালকে ছেড়ে দেবার পর যুজি স্বয়ং একটি বিবৃতি দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায়, 'সব কিছুর জন্য আরসিবিকে ধন্যবাদ' জানিয়ে পোস্টও করেছেন। ব্যাঙ্গালোরের সফলতম বোলার চাহাল ২২.০৩ গড়ে ১৩৯ টি উইকেট নিয়েছেন।

ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে একটি কথোপকথনের সময় আরসিবির খেলোয়াড় ধরে রাখা নিয়ে মন্তব্য করেন। সেইসঙ্গে তিনি যুজবেন্দ্র চাহালকে ধরে না রাখা প্রসঙ্গে বিস্ময়ও প্রকাশ করেছেন। তিনি বলেন, "তিনজন খেলোয়াড়কে ব্যাঙ্গালোর ধরে রেখেছে। একজন বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্সের অনুপস্থিতিতে অপর জন গ্লেন ম্যাক্সওয়েল। তবে তৃতীয় খেলোয়াড় হিসেবে সিরাজকে ধরে রাখা আমাকে বেশ অবাক করেছে। তৃতীয় খেলোয়াড় যুজবেন্দ্র চাহাল হওয়া উচিত ছিলো।"

অবশ্য আকাশ চোপড়া এও জানিয়েছেন, যুজবেন্দ্র চাহাল হয়তো মনে করেছেন তিনি আরসিবির চেয়ে বেশি অর্থ পেতে পারেন। তাই তিনি দলে নাও থাকতে পারেন। সেক্ষেত্রে সিরাজকে দলে রাখা হয়েছে।

এখনও পর্যন্ত আইপিএলের শিরোপা একবারও ঘরে তুলতে পারেনি আরসিবি। বিরাট কোহলি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। নতুন নিলামের আগে কোহলি, অজি অলরাউন্ডার ম্যাক্সওয়েল এবং মহম্মদ সিরাজকে ধরে রেখেছে ব্যাঙ্গালোর। প্রথম শিরোপা জয়ের জন্য পাকাপোক্ত দল গড়াই লক্ষ্য ফ্র্যাঞ্চাইজিটির।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in