আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় স্কোয়াডে জায়গা হয়নি। ব্যক্তিগত জীবনেও ধাক্কা খেয়েছেন শিখর ধাওয়ান। তবে আরব আমিরশাহীতে আইপিএলের দ্বিতীয় পর্বের অনুশীলনে মাঠে নেমে পড়েছেন তিনি। ১৯ শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএলের দ্বিতীয় পর্ব। লীগ টেবিলের শীর্ষে থেকে দ্বিতীয় পর্বের অভিযান শুরু করবে দিল্লি। প্রথম ম্যাচে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।
৩৫ বর্ষীয় ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান দিল্লি ক্যাপিটালসকে জানিয়েছেন, "এখানে ফিরে দারুণ লাগছে। দলের মধ্যে পরিবেশ খুব ভাল এবং সকলেই কঠোর পরিশ্রম করে চলেছে। আইপিএলের ম্যাচগুলিতে মাঠে নামার জন্য আমি মুখিয়ে রয়েছি।"
শিখর জানিয়েছেন, "টুর্নামেন্টের প্রথম ভাগে আমরা দারুণ ছন্দে ছিলাম। তবে মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় সেই ছন্দটা ভেঙেছে। এখন আমাদের সর্বশক্তি দিয়ে পুনরায় সেই ছন্দ ফিরে আসতে হবে। শ্রেয়স আইয়ার দলে ফেরায় আমাদের দল বেশ মজবুত হয়েছে।" এখনও পর্যন্ত ২০২১ আইপিএলে সবচেয়ে বেশি রান করেছেন শিখর ধাওয়ান। ৮ ম্যাচে শিখরের সংগ্রহে ৩৮০ রান।
আইপিএলের প্রথম পর্বে দুরন্ত ছন্দে ছিলো শ্রেয়স আয়ারের দিল্লি ব্রিগেড। ৮ ম্যাচের মধ্যে ৬ টি'তে জয় নিয়ে, ১২ পয়েন্টের সাথে লীগ টেবিলের শীর্ষে রয়েছে শিখর ধাওয়ানরা। দ্বিতীয় স্থানে থাকা চেন্নাই সুপার কিংসের পয়েন্ট ৭ ম্যাচে ১০। ৫ টি ম্যাচ জিতে দিল্লির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ধোনি বাহিনী। অন্যদিকে লীগ টেবিলের একদম তলানিতে সানরাইজার্স হায়দরাবাদ। সানরাইজার্স ৭ ম্যাচে মাত্র ১ টি'তেই জয় পেয়েছে। ৭ ম্যাচের ২ টি জয় নিয়ে লীগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে নাইটরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন