Ranji Trophy: রঞ্জির নকআউটে যাওয়া আদৌ কি সম্ভব বাংলার? কী বলছে সমীকরণ?

People's Reporter: শেষ ম্যাচে বিহারকে হারিয়ে ২২পয়েন্টের সাহায্যে লড়াইয়ে এগিয়ে রয়েছে অন্ধ্র। তৃতীয় স্থানে থাকা ইউপির পয়েন্ট ১৪, আর বাংলা ও ছত্তিশগড়ের পয়েন্ট ১২।
বাংলার রঞ্জি দল
বাংলার রঞ্জি দলছবি - বেঙ্গল রঞ্জি টিমের ফেসবুক পেজ
Published on

একের পর এক ব্যর্থতা। ফলে এবারে রঞ্জি ট্রফিতে নকআউটে যাওয়া একপ্রকার অনিশ্চিত গতবারের রানার্স বাংলা দলের কাছে। তবে এখনও কিছু অংকের উপর টিকে রয়েছে বাংলার রঞ্জি ট্রফির ভবিষ্যত। বাংলার এলিট বি গ্রুপের প্রথম স্থানে মুম্বই। বাংলাকে ৪ রান ও ইনিংসে হারিয়ে সাত পয়েন্ট নিয়ে এলিট বি গ্রুপের ওপরে তারা। কার্যত দ্বিতীয় স্থানের জন্য লড়াই অব্যাহত রয়েছে অন্ধ্রপ্রদেশ, বাংলা, উত্তর প্রদেশ ও ছত্তিশগড়ের মধ্যে। শেষ ম্যাচে বিহারকে হারিয়ে ২২পয়েন্টের সাহায্যে লড়াইয়ে এগিয়ে রয়েছে অন্ধ্র। তৃতীয় স্থানে থাকা ইউপির পয়েন্ট ১৪, আর বাংলা ও ছত্তিশগড়ের পয়েন্ট ১২।

বাংলার নকআউটে যাওয়া অনেকটাই অন্য দলের ওপর নির্ভর করছে। অর্থাৎ অন্ধ্র ও ছত্তিশগড়ের পরাজয় কিংবা পয়েন্ট ড্রপের ওপর নির্ভর করতে হবে বাংলাকে। বাকি দুই ম্যাচে অন্ধ্র একটি ম্যাচ জিতে গেলে সুযোগ থাকবে না বাকি কোনও দলেরই।

যদিও অন্ধ্রপ্রদেশের পরবর্তী দুটি ম্যাচ যথাক্রমে হতে চলেছে শক্তিশালী উত্তরপ্রদেশ ও কেরালার বিরুদ্ধে। অন্যদিকে ছত্তিশগড় খেলবে মুম্বই ও ইউপির বিরুদ্ধে। ৯ তারিখ বাংলা খেলতে নামবে কেরালার বিরূদ্ধে। আর একটা ম্যাচ রয়েছে ঘরের মাঠে বিহারের সঙ্গে।

বাংলার কাছে এই মুহূর্তে সুযোগ রয়েছে পূর্ণ শক্তির দল নামানোর। কেরালাও এবারের রঞ্জিতে বিশেষ সুবিধে করতে পারেনি। নিজেদের খেলা ৫ ম্যাচে এখনও একটিতেও জয় পায়নি তারা। তাদের ফল ৪টি ড্র ও ১ টি হার। যদিও আকাশদ্বীপ সিং, অভিমন্যু ঈশ্বরণরা ফিরেছে বাংলা দলে। কেরালা ম্যাচ থেকেই তাঁদের দলে পাওয়া যাবে।

বাংলার সম্ভাব্য দল: মনোজ তিওয়ারি (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ, সৌরভ পাল, সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার, শুভম চট্টোপাধ্যায়, অভিষেক পোড়েল (উইকেটরক্ষক), শাকির হাবিব গাঁধী (উইকেটরক্ষক), শাহবাজ় আহমেদ, রণজ্যোৎ সিং, প্রদীপ্ত প্রামাণিক, করণ লাল, কৌশিক মাইতি, অঙ্কিত মিশ্র, সূরজ সিন্ধু জয়সওয়াল, আকাশ দীপ, ঈশান পোড়েল এবং মহম্মদ কাইফ।

বাংলার রঞ্জি দল
WTC: দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই শীর্ষ স্থানে নিউজিল্যান্ড! ভারত নামলো আরও এক ধাপ
বাংলার রঞ্জি দল
ICC Ranking: প্রথম ভারতীয় ফাস্ট বোলার হিসেবে ইতিহাস জসপ্রীত বুমরাহ-র!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in