শুরুতে এগিয়ে গিয়েও হারের মুখ দেখলো ওড়িশা ফুটবল ক্লাব। ক্লেইটন সিলভার পেনাল্টি থেকে করা জয়সূচক গোলে জোয়াকিন গার্সিয়ার দলকে ২-১ ব্যবধানে হারালো মার্কো পেজ্জাউলির ব্যাঙ্গালুরু এফসি। এই জয়ের ফলে প্লে অফের ক্ষীণ আশা জিইয়েও রাখলেন মার্কো পেজ্জাউলিরা।
সোমবার খেলা শুরুর ৮ মিনিটেই এগিয়ে যায় ওড়িশা। নন্ধকুমার সেকর গোল করে এগিয়ে দেন জোয়াকিন গার্সিয়াদের। প্রথম দশ মিনিটে পিছিয়ে পড়লেও প্রথমার্ধে জল পানের বিরতির ঠিক পরেই ৩১ মিনিটের মাথায় রোশন সিংহের পাস থেকে গোল করে ব্যাঙ্গালুরুকে সমতা এনে দেন দানিশ ফারুক ভাট।
প্রথমার্ধ ১-১ গোলে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের খেলা শুরুর অল্প সময় পরেই পেনাল্টি উপহার পায় ব্যাঙ্গালুরু। ৪৯ মিনিটে সেই পেনাল্টি থেকেই জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ক্লেইটন সিলভা। অধিনায়ক সিলভার এই গোলের লীডই শেষ পর্যন্ত ধরে রেখে তিন পয়েন্ট তুলে নেয় পেজ্জাউলিরা।
ওড়িশাকে হারিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে ব্যাঙ্গালুরু। ১৮ ম্যাচের শেষে ব্যাঙ্গালুরুর পয়েন্ট ২৬। এখনও পর্যন্ত ৭ টি ম্যাচ তারা জিতেছে এবং পাঁচটি ম্যাচ ড্র করেছে। চলতি মরশুমে এখনও পর্যন্ত মোট ৩১ টি গোল করেছে ব্যাঙ্গালুরু এবং গোল হজম করেছে ২৫ টি। অন্যদিকে ১৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে কেরালা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন